পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi in Mann ki Baat: ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা দৃষ্টান্ত হয়ে উঠেছে, মন কি বাতে 'বিপর্যয়' প্রসঙ্গে দাবি মোদির - নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান মন কি বাত-এর মাধ্যমে নাগরিকদের সঙ্গে কথা বলেন । ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবিলায় যাঁরা কাজ করেছেন, তাঁদের প্রশংসা করেন তিনি ৷

PM Modi in Mann ki Baat
PM Modi in Mann ki Baat

By

Published : Jun 18, 2023, 2:08 PM IST

নয়াদিল্লি, 18 জুন: নিদারুণ সাহস ও আগাম প্রস্তুতির মাধ্যমে বিধ্বংসী ঘূর্ণিঝড় বিপর্যয়কে সফল ভাবে মোকাবিলা করার যে মিলিত প্রচেষ্টা, তাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার তাঁর মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'-এর 102 তম পর্বে নাগরিকদের সঙ্গে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, "ভারত বিগত বছরগুলিতে দুর্যোগ ব্যবস্থাপনার যে শক্তি গড়ে তুলেছে, তা আজ একটি দৃষ্টান্ত হয়ে উঠছে ৷ ঘূর্ণিঝড় বিপর্যয় কচ্ছে সাংঘাতিক বিপর্যয় ঘটিয়েছে ৷ তবে কচ্ছের লোকেরা পূর্ণ সাহসিকতা ও প্রস্তুতি নিয়ে এর মোকাবিলা করেছে ।" প্রধানমন্ত্রীর কথায়, সবচেয়ে বড় কোনও লক্ষ্য হোক, সবচেয়ে কঠিন কোনও চ্যালেঞ্জ হোক, ভারতের জনগণের সম্মিলিত শক্তি প্রতিটি চ্যালেঞ্জের সমাধান করে ৷

আরব সাগরে নয় দিনেরও বেশি সময় ধরে রেকর্ড করা সবচেয়ে দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড়গুলির মধ্যে অন্যতম বিপর্যয় ৷ গত বৃহস্পতিবার এটি স্থলভাগে আছড়ে পড়ে গুজরাতের উপকূলীয় জেলাগুলিতে ভয়ংকর তাণ্ডব চালিয়েছে ৷ তবে, ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মোদির তদারকিতে সুপরিকল্পিত উদ্ধার ব্যবস্থাপনা ঘূর্ণিঝড়ে একজনও যাতে হতাহত না হন, তা নিশ্চিত করেছিল ৷ যা এই ধরনের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে একটি বিরল ঘটনা ।

এ দিকে, 'মন কি বাত' অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী মারাঠা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজি মহারাজেরও প্রশংসা করেন । তিনি বলেন, "যখন ব্যবস্থাপনার কথা আসে, তখন আমাদের ছত্রপতি শিবাজী মহারাজের দিকে নজর দেওয়া উচিত । তাঁর সাহসিকতার পাশাপাশি তাঁর শাসন থেকে অনেক কিছু শেখার আছে । তাঁর পরিচালনার দক্ষতা বিশেষ করে জল ব্যবস্থাপনা এবং নৌবাহিনী এখনও ভারতের গর্ব হিসাবে রয়ে গিয়েছে ৷"

আরও পড়ুন:দুর্যোগেও আশার আলো, বিপর্যস্ত গুজরাতে মাতৃত্বের স্বাদ পেলেন 707 জন

একই কর্মসূচিতে প্রধানমন্ত্রী আরও বলেন, জরুরি অবস্থা ছিল দেশের ইতিহাসে একটি অন্ধকার যুগ, যখন গণতন্ত্রের সমর্থকদের উপর নৃশংসতা চালানো হয়েছিল । ভারত গণতন্ত্রের জননী যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানকে সবার উপরে রাখে ৷ মোদির কথায়, সেই কারণেই "আমরা 25 জুন ভুলতে পারি না, যখন আমাদের উপর জরুরি অবস্থা জারি করা হয়েছিল ৷" 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি জরুরি অবস্থা জারি করেছিলেন ।

প্রধানমন্ত্রী এ দিন আরও বলেন, ভারত 2025 সালের মধ্যে যক্ষ্মা (টিবি) নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে ৷ তাঁর দাবি, নি-ক্ষয় মিত্র যক্ষ্মার বিরুদ্ধে এই আন্দোলনের দায়িত্ব নিয়েছে ৷ হাজার হাজার মানুষ গ্রামীণ এলাকায় যক্ষ্মা রোগীদের দত্তক নিচ্ছেন ৷ এটিই ভারতের সত্যিকারের শক্তি ৷ 2025 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণরাও অবদান রাখছে ৷

যদিও আজ ফের মোদির মন কি বাত-কে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি টুইটে লিখেছেন, "অনেক মন কি বাত হয়েছে ৷ এ বার মণিপুর নিয়ে কিছু কথা হোক মাননীয় প্রধানমন্ত্রীজি ৷"

ABOUT THE AUTHOR

...view details