নয়াদিল্লি, 13 অগস্ট: দেশে পাওয়া যাচ্ছে না এইচআইভি রোগের প্রয়োজনীয় কয়েকটি অ্যান্টিরেট্রোভইরাল ড্রাগ ৷ তাই বিগত 20 দিন ধরে 'ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন'-এর অফিসের সামনে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন এইচআইভি পজিটিভ রোগীরা ৷ এদিকে সম্প্রতি লোকসভায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে 95 শতাংশ এইচআইভি রোগীর জন্য যথেষ্ট পরিমাণে এআরভি মজুত আছে ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, কোনও ওষুধ মিলছে না ৷ এমনকী এইচআইভি আক্রান্ত বাচ্চাদের দরকারি ওষুধও নেই (People living with HIV Positive in protest by alleging shortage of drugs continues) ৷
বিক্ষোভকারীরা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওষুধগুলি না মেলে, তাহলে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করবে ৷ এক এইচআইভি আক্রান্ত প্রতিবাদকারী বলেন, "ডোলুটেগ্রাভির 50 এমজি (Dolutegravir 50 Mg) ওষুধটা ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম-এর শিরদাঁড়া এবং গত এপ্রিল মাস থেকে দেশের বেশির ভাগ এআরটি কেন্দ্রেই তা পাওয়া যাচ্ছে না ৷" এ নিয়ে স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি, নাকো, স্বাস্থ্য মন্ত্রকের কাছে একাধিক চিঠি লেখা হয়েছে ৷ কোনও সাড়া পাওয়া যায়নি ৷ ডিটিজি ছাড়া টিএল ওষুধও পাওয়া যাচ্ছে না ৷ আরেক বিক্ষোভকারী জানালেন, এইচআইভি আক্রান্ত বাচ্চাদের নেভিরাপিন সিরাপও নেই বেশির ভাগ কেন্দ্রে ৷ সরকারি তথ্য অনুযায়ী, 13 লক্ষ 88 হাজার এইচআইভি আক্রান্তের মধ্যে মাত্র 5 শতাংশ রোগী ওষুধ পাচ্ছে না, জানালেন তিনি ৷
আরও পড়ুন: 2030 সালের মধ্যে বিশ্বকে এইডস মুক্ত করার প্রস্তাব পাশ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়