কচ্ছ, 12 জুন: ঘূর্ণিঝড় 'বিপর্যয়'র জেরে প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে গুজরাতে ৷ রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা ৷ 'বিপর্যয়' আছড়ে পড়ার আগে শুরু হয়েছে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ ৷ কচ্ছের কান্ডলায় দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা নীচু এলাকা থেকে লোকজনকে সুরক্ষিত জায়গায় স্থানান্তর করতে শুরু করেছে । যেকোনো জরুরি পরিস্থিতিতে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে ।
কমলা সতর্কতা: হাওয়া অফিসের তরফে সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে ঘূর্ণিঝড় বিপর্যয়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে । ইতিমধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয় ৷ এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে উত্তর পূর্ব ও মধ্য আরব সাগরে দ্বারকা থেকে প্রায় 380 কিলোমিটার দূরে । 15 জুন দুপুর নাগাদ গুজরাতের জাখাউ বন্দর অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি ৷ এমনটাই আবহাওয়া অফিসের তরফে একটি টুইট করে জানানো হয়েছে ।
আরও পড়ুন:আসছে 'বিপর্যয়', উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল গেটওয়ে ইফ ইন্ডিয়ায়
ঘণ্টায় 150 কিমি বেগে দমকা হাওয়ার আশংকা: জানা গিয়েছে, 14 তারিখ সকালের দিকে ঘূর্ণিঝড় বিপর্যয়ের উত্তর দিকে অগ্রসর হওয়ার খুব সম্ভাবনা রয়েছে ৷ তারপরে উত্তর-পূর্ব দিকে চলে যাবে সেটি এবং 15 তারিখ দুপুর নাগাদ অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় হিসাবে 125-135 কিলোমিটার বেগে গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ হয়ে জাখাউ বন্দরের কাছ থেকে মান্ডভি এবং পাকিস্তানের করাচির পার্শ্ববর্তী উপকূলে আছড়ে পড়বে ৷ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকবে বলে জানা গিয়েছে ৷