পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jammu Rajouri Encounter: রাজৌরিতে রাতভর গুলির লড়াই, 1 জঙ্গিকে নিকেশ করল সেনা - Encounter in Jammu Rajouri enters second day

উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই জারি ৷ জম্মুর রাজৌরির একটি গ্রামে জঙ্গিদের সঙ্গে যৌথ নিরাপত্তা বাহিনীর গুলিযুদ্ধ চলছে ৷ শনিবার রাতভর এনকাউন্টার চলার পর রবিবার সকালেও চলছে গুলির লড়াই।

ETV Bharat
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে এনকাউন্টার

By

Published : Aug 6, 2023, 9:32 AM IST

Updated : Aug 6, 2023, 9:39 AM IST

রাজৌরি, 6 অগস্ট:সেনা-জঙ্গি এনকাউন্টার এখনও চলছে ৷ শনিবার রাতভর জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলেছে ৷ এরপর রবিবারও চলছে গুলির লড়াই ৷ নিরাপত্তার খাতিরে বাসিন্দাদের ওই এলাকা থেকে কমপক্ষে 2 কিলোমিটার দূরে থাকার পরামর্শও দিয়েছে পুলিশ ৷ জম্মুতে সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট সুনীল বারতওয়াল জানিয়েছেন, 2-3 জন জঙ্গি ওই গ্রামে রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তারা একাধিকবার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে ৷ কিন্তু শনিবার সারারাত লাগাতার গুলি চলায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷

শনিবার বুধাল এলাকার গুন্ধা-খাওয়াস গ্রামে এই এনকাউন্টার শুরু হয় ৷ এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে ৷ তার পরিচয় এখনও জানা যায়নি ৷ পুলিশ জানিয়েছে, প্রথমে পুলিশের একটি ছোট দল এলাকাটি ঘিরে ফেলে এই তল্লাশি অভিযান শুরু করে ৷ পরে তাদের সঙ্গে সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যোগ দেয় ৷ তবে মৃত জঙ্গির দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৷

এলাকায় জঙ্গিদের গতিবিধি সংক্রান্ত খবর পেয়েছিল পুলিশ ৷ তারপরই এই অভিযান ৷ জঙ্গিরা যাতে কোনও দিক দিয়ে পালাতে না-পারে তা নিশ্চিত করতে পুলিশ, সেনা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকাটি ঘিরে ফেলেছে ৷ লেফটেন্যান্ট সুনীল বারতওয়াল আরও জানিয়েছেন, ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টারে বিশেষ বাহিনী আনা হয়েছে ৷ পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও আনা হয়েছে ৷

আরও পড়ুন: আবারও রক্তাক্ত উপত্যকা! কুলগামে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ 3 জওয়ান

রবিবার পুলিশ এলাকার সাধারণ মানুষের জন্য একটি বিশেষ পরামর্শ দিয়েছে ৷ বলা হয়েছে, কেউ যেন এনকাউন্টারের জায়গার কাছাকাছি না আসে ৷ এতে প্রাণনাশের আশঙ্কা রয়েছে ৷ পুলিশের তরফে এই বার্তায় লেখা হয়েছে, "গুন্ধা, খাওয়াস গ্রামে গুলিযুদ্ধ চলছে ৷ এলাকাবাসী যেন এই জায়গাটি এড়িয়ে চলেন ৷ তারা এলাকা থেকে কমপক্ষে 2 কিমি দূরত্ব বজায় রাখুন ৷"

Last Updated : Aug 6, 2023, 9:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details