নয়াদিল্লি, 21 জুলাই :পেগাসাসের (Pegasus Spyware) নিশানায় বিশ্বের 14 জন রাষ্ট্রনায়ক ? ফাঁস হওয়া ডাটাবেস থেকে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ৷ সূত্রের দাবি, সম্প্রতি যে 50 হাজার ফোন নম্বরের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে, তার মধ্যেই রয়েছে এই 14 জন রাষ্ট্রনেতার নম্বর ৷ তালিকায় রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ (French President Emmanuel Macron), পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Pakistani Prime Minister Imran Khan), দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (South African President Cyril Ramaphosa)-সহ অন্য়রা ৷
পেগাসাস প্রস্তুতকারী ইজ়রায়েলি সংস্থা এনএসও গোষ্ঠী (NSO Group) অবশ্য প্রথম থেকেই ফাঁস হওয়া এই তথ্যভাণ্ডারটিকে ভুয়ো বলে দাবি করে আসছে ৷ এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, সেই মোতাবেক, সব মিলিয়ে বিশ্বের প্রায় 36 টি দেশের সরকার এনএসও-র গ্রাহক বা ক্লায়েন্ট ৷ কিন্তু তাদের বক্তব্য, গোটা বিষয়টিই অত্যন্ত গোপনীয় ৷ তাই তাদের পক্ষে কোনও গ্রাহকের সম্পর্কেই ন্যূনতম কোনও তথ্যও প্রকাশ্যে আনা সম্ভব নয় ৷ এমনকী, ফাঁস হওয়া ডাটাবেসে ভারত-সহ যেসব দেশকে এনএসও-র ক্লায়েন্ট বলে দাবি করা হয়েছে, তাও সঠিক নয় বলে জানিয়েছে ওই ইজ়রায়েলি সংস্থা ৷
আরও পড়ুন :Pegasus row : সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি কপিল সিবালের
এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে একটি নতুন বিবৃতি প্রকাশ করেছে এনএসও গোষ্ঠী ৷ তারা জানিয়েছে, ফাঁস হওয়া তালিকায় থাকা ‘‘অন্তত তিনজন ব্যক্তি’’ কোনও দিনই তাদের নিশানায় ছিলেন না ৷ এঁরা হলেন ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ, মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ (King Mohammed VI) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ডিরেক্টর তেদ্রস আধানম ঘেব্রেসাস (Tedros Adhanom Ghebreyesus) ৷ এনএসও-র দাবি, তাদের কোনও গ্রাহকই কোনওদিন এই তিনজনের উপর নজরদারি চালায়নি ৷