নয়াদিল্লি, 26 জুলাই :দু’দিনের বিরতির পর সোমবার ফের উত্তপ্ত হল সংসদের উভয় কক্ষ ৷ বিরোধীদের হই-হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি করতে হল অধিবেশন ৷ সোমবার দিনের শুরু থেকেই পেগাসাস (Pegasus Spyware) কাণ্ড নিয়ে সরব হন বিরোধী বিভিন্ন দলের সাংসদরা ৷ পাশাপাশি, নয়া তিন কৃষি আইন এবং কৃষক আন্দোলন নিয়েও সরকারকে তুলোধনা করেন তাঁরা ৷ পেগাসাস নিয়ে সরকারে অবস্থান জানতে চেয়ে আলোচনার দাবিও তোলা হয় ৷ আর এসবের জেরেই চেঁচামিচি শুরু হয়ে যায় সংসদের অন্দরে ৷ যা জেরে বাধ্য হয়েউ মুলতুবি করে দিতে হয় সভার কাজ ৷ একাধিকবার এই ঘটনা ঘটার পর শেষমেশ এদিনের মতো মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, মঙ্গলবার (27 জুলাই, 2021) নতুন করে অধিবেশন শুরু হলেও অশান্তি থামবে না ৷ বস্তুত, গোটা বাদল অধিবেশজুড়েই পেগাসাস বিতর্ক নিয়ে সরকারকে নাস্তানাবুদ করে ছাড়বে বিরোধীরা ৷
আরও পড়ুন :Rahul Gandhi: কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাস্তায় ট্র্যাক্টর চালালেন রাহুল
তবে এসবের মধ্যেই এদিন সংসদের নিম্ন কক্ষে বেশ কয়েকটি বিল পাস করিয়ে নেয় সরকার পক্ষ ৷ যার মধ্যে অন্যতম হল, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফুড টেকনোলজি এন্টারপ্রিনরশিপ অ্য়ান্ড ম্যানেজমেন্ট বিল, 2021 (National Institute of Food Technology Entrepreneurship and Management Bill, 2021) ৷ এই বিলের মাধ্যমে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব বাড়ানো হল ৷ তালিকায় রয়েছে হরিয়ানার কুন্দলি এবং তামিনাড়ুর তানজাভুরের দু’টি প্রতিষ্ঠান ৷