পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pegasus: লোকসভায় মুলতুবি প্রস্তাব কংগ্রেসের, গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভে বিরোধীরা - লোকসভায় মুলতুবি প্রস্তাব

পেগাসাস (Pegasus) নিয়ে আলোচনার দাবিতে লোকসভায় (Lok Sabha) মুলতুবি প্রস্তাব (Adjournment Motion) আনল কংগ্রেস (Congress)৷ কংগ্রেস সাংসদ বি মানিক্কম ঠাকুর (Manickam Tagore) এই প্রস্তাব পেশ করেন ৷ এ দিকে আজ গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় বিরোধীরা ৷

Pegasus: Congress MP Manickam Tagore moves Adjournment motion in Lok Sabha
পেগাসাস নিয়ে আলোচনার দাবি, লোকসভায় মুলতুবি প্রস্তাব পেশ কংগ্রেসের

By

Published : Jul 23, 2021, 10:50 AM IST

Updated : Jul 23, 2021, 11:39 AM IST

নয়াদিল্লি, 23 জুলাই : পেগাসাস নিয়ে আলোচনার দাবিতে লোকসভায় (Lok Sabha) মুলতুবি প্রস্তাব আনলেন কংগ্রেস (Congress) সাংসদ বি মানিক্কম ঠাকুর (Manickam Tagore)৷ অন্য সব নির্ধারিত বিষয় সরিয়ে রেখে ইজরায়েলি স্পাইওয়্যার নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন তিনি ৷ রাজ্যসভায় একই দাবিতে নোটিশ দিয়েছে সিপিএম ৷ এ দিকে, এই ইস্যুতে আজ গান্ধিমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি ৷

লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ বি মানিক্কম ঠাকুর ৷ চিঠিতে তিনি লিখেছেন, সম্প্রতি সংবাদমাধ্যমে অভিযোগ উঠেছে যে, ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসের মাধ্যমে বিভিন্ন বিরোধী নেতা, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, সাংবাদিক ও সমাজকর্মীদের উপর নজরদারি চালিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এর ফলে ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারায় যে গোপনীয়তা রক্ষার অধিকারের কথা বলা রয়েছে, তার উপর গভীর প্রভাব পড়েছে ৷ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব চেয়ে লোকসভার দ্বারস্থ হন কংগ্রেস সাংসদ ৷

আরও পড়ুন:তৃণমূলের প্রতিবাদে তপ্ত সংসদ, রাজ্যসভায় মন্ত্রীর বিবৃতির কাগজ ছিঁড়লেন শান্তনু

সব কাজ ফেলে আপাতত পেগাসাস নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভায় নোটিস দিয়েছেন সিপিএম সাংসদ এলামারাম করিম ৷ সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধীরা ৷

আরও পড়ুন :পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার

পেগাসাস কাণ্ড নিয়ে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ ৷ গত কয়েকদিন ধরেই এই নিয়ে সংসদের উভয় কক্ষে তুমুল হই-হট্টগোল করছে বিরোধীরা ৷ সোমবার থেকে বিক্ষোভ চলছে লোকসভা ও রাজ্যসভায় ৷ ফলে দফায় দফায় অধিবেশন মুলতুবি করতে হয়েছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (OM Birla) এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে (Vainkaiah Naidu) ৷

আরও পড়ুন :Pegasus Spyware : ফ্রান্সের উপর নজরদারি মরক্কোর ? তদন্তের নির্দেশ ফরাসি প্রেসিডেন্টের

এ দিকে, বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে বিবৃতি লেখা কাগজ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ শান্তনু সেনের (TMC MP Shantanu Sen) বিরুদ্ধে ৷ ঘটনার জেরে শান্তনুকে সাসপেন্ড করা হয়েছে ৷ যদিও সরকারের এই পদক্ষেপ নিয়ে মাথা ঘামাতে নারাজ তৃণমূল ৷ তাদের পাল্টা দাবি, পেগাসাস নিয়ে অবস্থান আগে স্পষ্ট করুক কেন্দ্র ৷ সংসদে এসে বিবৃতি দিয়ে যান প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এই নিয়ে আজ বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন রাজ্যসভার নেতা পীযূশ গোয়েল, ডেপুটি লিডার মুখতার আব্বাস নকভি এবং সংসদবিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ ৷

Last Updated : Jul 23, 2021, 11:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details