পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pegasus: সুপ্রিম কোর্টে পেগাসাস অভিযোগ অস্বীকার, তদন্ত কমিটি গঠন করছে কেন্দ্র - সুপ্রিম কোর্টে পেগাসাস মামলা

পেগাসাস (Pegasus) সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা দিয়ে তারা বলেছে, ফোনে আড়ি পাতার অভিযোগ (Snooping Allegations) অনুমানের ভিত্তিতে করা হয়েছে ৷ এই নিয়ে তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করবে বলে জানিয়েছে কেন্দ্র ৷

Pegasus: committee will be formed, Centre denies snooping allegations in Supreme Court
পেগাসাসের তদন্তে কমিটি গঠন কেন্দ্রের, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি সুপ্রিম কোর্টে

By

Published : Aug 16, 2021, 1:27 PM IST

Updated : Aug 16, 2021, 2:17 PM IST

নয়াদিল্লি, 16 অগস্ট:পেগাসাস (Pegasus) কাণ্ডে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার ৷ সুপ্রিম কোর্টে (Supreme Court) হলফনামা দিয়ে তারা বলেছে, পেগাসাসের মাধ্যমে ফোনে আড়ি পাতার অভিযোগ (Snooping Allegations) অনুমানের ভিত্তিতে আনা হয়েছে ৷ এটি কোনও রকম প্রমাণ ছাড়া সংবাদমাধ্যমের রিপোর্ট মাত্র ৷ এই নিয়ে ভ্রান্ত ধারণা দূর করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করবে বলেও জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার ৷

2 পাতার হলফনামায় পেগাসাস সংক্রান্ত যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে বিরোধী নেতা, সাংবাদিক ও সমাজকর্মীদের উপর নজরদারি চালানোর সমস্ত অভিযোগ হলফনামায় অস্বীকার করেছেন ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সেক্রেটারি ৷ হলফনামায় লেখা হয়েছে, কেন্দ্রীয় সরকার দ্ব্যর্থহীন ভাষায় যাবতীয় অভিযোগ অস্বীকার করছে ৷ সংবাদমাধ্যমের রিপোর্টে অভিযোগগুলি অনুমানের ভিত্তিতে করা হয়েছে, যার কোনও প্রমাণ নেই ৷ স্বার্থসিদ্ধির জন্য একদল লোক এই নিয়ে ভ্রান্ত ধারণা ছড়িয়েছে বলে দাবি করে কেন্দ্রের তরফে বলা হয়েছে, সেই ধারণা দূর করতে একটি তদন্ত কমিটি গঠন করবে সরকার ৷ সংসদে এই একই কথা শোনা গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মুখে ৷

আরও পড়ুন:Pegasus : মিডিয়া রিপোর্ট সত্যি হলে অভিযোগ খুবই গুরুতর ; পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্ট

যদিও সরকার এই হলফনামা পেশ করার পর পিটিশনারদের আইনজীবী কপিল সিবাল বলেন, "কেন্দ্র যদি বলে তারা কখনও পেগাসাস ব্যবহার করেনি, তাহলে কমিটি গঠনেরও তো কোনও প্রয়োজনীয়তা নেই ৷ আর যদি তারা পেগাসাস ব্যবহার করে থাকে, তাহলে তারাই কমিটি গঠন করুক, এটা আমরা চাই না ৷" কেন্দ্র পেগাসাস ব্যবহার করেছে কি না, সেটা তাদের জানানো উচিত বলে মত কপিল সিবালের ৷

আরও পড়ুন :Pegasus spyware : মোদি সরকারের ভূমিকা কী, পেগাসাস বিতর্কে তদন্তের দাবিতে শীর্ষ আদালতে দুই সাংবাদিক

পেগাসাস নিয়ে আদালতে পিটিশন দাখিল করেছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া (Editors' Guild of India) ৷ তাদের অনুরোধ, স্পাইওয়্যার সংক্রান্ত যাবতীয় তথ্য ও কাদের নিশানা করা হয়েছিল, তার সবিস্তার সরকারের থেকে জানতে চাওয়া হোক ৷ সেই আবেদনের শুনানিতে আগেই প্রধান বিচারপতিকে আইনজীবী কপিল সিবাল বলেছেন, "এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দেওয়া হোক, এটাই আমরা চাই ৷" 5 অগস্টের শুনানিতে সিবাল বলেন, সাংবাদিক, জননেতা, সাংবিধানিক কর্তৃপক্ষ, আদালতের আধিকারিক, শিক্ষাবিদ - সবাইকে স্পাইওয়্যারের মাধ্যমে নিশানা করা হয়েছে ৷ কে এটা কিনেছে, সরকারকে তার জবাব দিতে হবে ৷ কোথায় এই হার্ডওয়্যার রাখা হয়েছিল ? কেন সরকার এফআইআর দায়ের করেনি ?

আরও পড়ুন :Rahul Gandhi : ভারতের বিরুদ্ধে কেন ব্যবহার পেগাসাস, মোদি-শাহকে প্রশ্ন রাহুলের

সেই শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, সংবাদমাধ্যমের খবর যদি সত্যি হয়, তবে পেগাসাস (Pegasus) স্পাইওয়্যারের মাধ্যমে বিরোধী নেতা, সাংবাদিক ও অন্যদের উপর নজরদারি চালানোর অভিযোগ অত্যন্ত গুরুতর (Allegations Serious) ৷ এই নিয়ে কেন্দ্রকে হলফনামা দিতে বলেছিল শীর্ষ আদালত ৷

আরও পড়ুন:সর্বদলীয় বৈঠক করে পরবর্তী পদক্ষেপ করুন, পেগাসাস বিতর্কে মোদিকে বার্তা দিদির

পেগাসাসের মাধ্যমে ফোনে আড়ি পাতার অভিযোগে শুরু থেকে শেষ পর্যন্ত তপ্ত ছিল সংসদের বাদল অধিবেশন ৷ এই নিয়ে কেন্দ্রের বিবৃতি ও আলোচনা দাবি করে লোকসভা ও রাজ্যসভায় তুমুল হইচই করে বিরোধী দলগুলি ৷ তার জেরে দফায় দফায় মুলতুবি করতে হয় অধিবেশন ৷

Last Updated : Aug 16, 2021, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details