দিল্লি, 6 ফেব্রুয়ারি : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের শান্তিপূর্ণ ‘সত্যাগ্রহ’ আন্দোলন জাতীয় স্বার্থের উদ্দেশ্য়ে ৷ দিল্লির সীমানায় আন্দোলনরত কৃষকদের সমর্থনে টুইট করে এমনই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তাঁর হিন্দিতে করা টুইটে রাহুল লেখেন, ‘‘অন্নদাতাদের শান্তিপূর্ণ ‘সত্যাগ্রহ’ আন্দোলন জাতীয় স্বার্থে, কারণ এই কৃষি আইন দেশের পক্ষে ‘ক্ষতিকর’ ৷’’
প্রসঙ্গত, কৃষি আইনের প্রতিবাদে আজ দেশ জোড়া ‘চাক্কা জ্যাম’ ডাকেন আন্দোলনকারী কৃষকরা ৷ বেলা 12টা থেকে 3টে পর্যন্ত এই চাক্কা জ্যামের ডাক দেয় আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি ৷ জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক অবরোধের পরিকল্পনা নেন তাঁরা ৷ সেই পরিস্থিতিতে কৃষকদের সমর্থনে রাহুল গান্ধির এই টুইট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ এদিন তিনি টুইট করে লেখেন, ‘‘অন্নদাতাদের শান্তিপূর্ণ এই সত্যাগ্রহ জাতীয় স্বার্থে -- এই তিনটি আইন শুধুমাত্র কৃষক ও শ্রমিকদের জন্য ক্ষতিকারক নয়, সাধারণ মানুষ এবং দেশের জন্যও এটা সমান ক্ষতিকর ৷ সম্পূর্ণ সমর্থন !’’