পশ্চিমবঙ্গ

west bengal

Mehbooba Mufti On Lithium: জম্মু লিথিয়াম ভাণ্ডার পুঁজিবাদীদের হাতে তুলে দেবে বিজেপি, উদ্বিগ্ন মেহবুবা

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 2:58 PM IST

জম্মু-কাশ্মীরে লিথিয়ামের ভাণ্ডার পাওয়া গিয়েছে ৷ বিজেপি এই ভাণ্ডার তাদের পছন্দের কোনও ঘোর পুঁজিবাদীর হাতে তুলে দেবে বলে দুশ্চিন্তা প্রকাশ করলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী মেহবুবা মুফতি ৷

ETV Bharat
জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের ভাণ্ডার নিয়ে দুশ্চিন্তায় মেহবুবা মুফতি

শ্রীনগর, 27 সেপ্টেম্বর:ঘোর পুঁজিবাদীদের সুবিধে দেওয়ার জন্য উপত্যকার প্রাকৃতিক সম্পদগুলি শোষণ করছে বিজেপি ৷ এমনটাই মন্তব্য করলেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি ৷ জম্মুতে লিথিয়ামের ভাণ্ডারের সন্ধান পাওয়া গিয়েছে ৷ শীঘ্রই এর নিলাম ডাকা হবে ৷ সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ সেই বিষয়েই এই কথা বলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

মঙ্গলবার তিনি সামাজিক মাধ্য়মে এক্সে (টুইটারে) লেখেন, "জম্মু ও কাশ্মীরের জলসম্পদ, খনিজ- সবকিছু নিয়ে নিয়েছে ভারত সরকার ৷ এরপর তারা জম্মুর লিথিয়ামের দিকে নজর দিয়েছে ৷ রাজ্যে উৎপাদিত বিদ্যুৎ অন্য জায়গায় সরবারহ করা হচ্ছে ৷ এমনকী তা বিনামূল্যেও দেওয়া হচ্ছে ৷ এদিকে আমরা অন্ধকারে কষ্ট পাচ্ছি ৷ এবার লিথিয়ামের এই ভাণ্ডার কোনও পুঁজিবাদীকে উপহার দেবে বিজেপি ৷ এর জন্য জম্মু ও কাশ্মীরের তার প্রাপ্য পাওয়া উচিত ৷"

লিথিয়াম প্রসঙ্গে তিনি আরও জানান, আধুনিক ব্যাটারিগুলির অন্যতম আবশ্যক উপাদান লিথিয়াম ৷ দীর্ঘস্থায়ী শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই যৌগটি বিশ্বে গুরুত্বপূর্ণ ৷ দিনে দিনে দুনিয়ায় বৈদ্যুতিন যন্ত্রপাতির জনপ্রিয়তা বাড়ছে ৷ এর সঙ্গে বাড়ছে লিথিয়ামের চাহিদাও ৷ দুনিয়ায় ক্রমশ বাড়তে থাকা চাহিদা মেটাতে লিথিয়ামের এই ভাণ্ডার খুবই গুরুত্বপূর্ণ ৷ আর জম্মু-কাশ্মীর লিথিয়ামের উৎস ৷ লিথিয়াম ভাণ্ডারের পাশাপাশি তিনি রাজ্যের বিদ্যুৎ সংকটের বিষয়টিও তুলে ধরেন ৷ মুফতি বলেন, "জম্মু-কাশ্মীরে বিদ্যুৎ উৎপাদন হলেও রাজ্যের মানুষ তা পায় না ৷ এবার লিথিয়াম থেকেও বঞ্চিত হবে স্থানীয়রা ৷"

তাঁর আক্ষেপ শাসকদল বিজেপি তার পরিচিত চরম পুঁজিবাদীদের এই লিথিয়াম ভাণ্ডার দিয়ে দেবে ৷ এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "জম্মু-কাশ্মীরে যে লিথিয়াম আছে, তা শুধুমাত্র এই এলাকার জন্য নয়, পুরো দেশের জন্য গুরুত্বপূর্ণ ৷ তাই এই ভাণ্ডার যেন শুধুমাত্র কয়েকজন নির্বাচিত মানুষের হাতে না চলে যায় ৷ যাতে তা জম্মু-কাশ্মীরবাসীর কাজে লাগে ৷ এই বিষয়টি সুনিশ্চিত করাই আমাদের সামগ্রিক দায়িত্বের মধ্য়ে পড়ে ৷"

আরও পড়ুন: দেশে প্রথম, ভূস্বর্গে খোঁজ মিলল 5.9 মিলিয়ন টন লিথিয়াম ভাণ্ডারের

ABOUT THE AUTHOR

...view details