পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mehbooba Mufti : আবার আমি ‘গৃহবন্দি’, টুইটারে অভিযোগ মেহবুবার - পিডিপি

ফের তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ এমনই দাবি পিডিপি নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ৷ বুধবার টুইটারে একটি পোস্ট করে এই অভিযোগ করেন তিনি ৷

pdp leader mehbooba mufti is alleging of being house arrest again
Mehbooba Mufti : আবার আমি ‘গৃহবন্দি’, টুইটারে অভিযোগ মেহবুবার

By

Published : Sep 29, 2021, 3:44 PM IST

শ্রীনগর, 29 সেপ্টেম্বর : আবারও তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ বুধবার এমনই অভিযোগ করেছেন পিডিপি (Jammu and Kashmir Peoples Democratic Party) নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) ৷ এদিন টুইটারে এই প্রসঙ্গে পোস্টও করেন তিনি ৷ মেহবুবার দাবি, শুধুমাত্র যে তাঁকেই বাড়িতে আটকে রাখা হয়েছে, তা নয় ৷ একইসঙ্গে, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে নিরীহ গ্রামবাসীর উপর অত্যাচারের অভিযোগও তুলেছেন তিনি ৷ মেহবুবা জানিয়েছেন, শীঘ্রই আক্রান্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করতে ত্রালে যাবেন তিনি ৷

আরও পড়ুন :Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের

এদিন মেহবুবার করা একটি টুইটে দেখা যায়, তাঁর বাড়ির ফটক আটকে দাঁড়িয়ে রয়েছে পুলিশের ভ্য়ান ৷ সেই ছবির সঙ্গে মেহবুবা লেখেন, ‘‘ত্রালের যে গ্রামে সেনাবাহিনী অত্যাচার চালিয়েছে, সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম ৷ সেই কারণেই আজ ফের আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছে ৷ এটাই হল কাশ্মীরের প্রকৃত ছবি ৷ যাঁরা কাশ্মীর পরিদর্শনে আসেন, তাঁদের এটাই দেখানো দরকার ৷ কেন্দ্রীয় সরকারের ঠিক করে দেওয়া পরিদর্শন এবং পিকনিক ট্যুর করে কোনও লাভ নেই ৷’’

প্রসঙ্গত, সোমবারই ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন পুলওয়ামা জেলার ত্রালের একটি পরিবারের সদস্যরা ৷ তাঁদের দাবি, বাড়িতে ঢুকে তাঁদের মারধর করেছেন সেনাবাহিনীর জওয়ানরা ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত সেনাবাহিনীর তরফে এ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি ৷ গত মঙ্গলবার এই ঘটনা নিয়ে টুইটারে পোস্ট করেন মেহবুবা মুফতি ৷

আরও পড়ুন :পুলওয়ামায় পরিবার-সহ পুলিশ আধিকারিকের হত্যার তীব্র নিন্দায় জম্মু-কাশ্মীরের সব দল

মঙ্গলবার ত্রালের ঘটনা প্রসঙ্গে মেহবুবা টুইটারে লেখেন, ‘‘যগওয়ানি শিবিরের সেনাবাহিনী গত রাতে ত্রালে তাণ্ডব তালিয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ঢুকে তাঁদের বেধড়ক মারধর করেছে তারা ৷ আক্রান্ত পরিবারের একটি মেয়ে এই ঘটনায় গুরুতর জখম হয়েছে ৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে এই ধরনের প্রথম ঘটনা এটাই নয় ৷ আগেও এই এলাকার বাসিন্দাদের উপর সেনাবাহিনী এভাবেই অত্যাচার করেছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details