পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 12:45 PM IST

ETV Bharat / bharat

হাউজ অ্যারেস্ট মেহবুবা মুফতি! পিডিপির দাবি খারিজ জম্মু-কাশ্মীর পুলিশের

Mehbooba Mufti: সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে সোমবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই রায় দেওয়ার আগেই পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিকে হাউজ অ্যারেস্ট করা হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ এই নিয়ে পিডিপি-র তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ তবে জম্মু-কাশ্মীর পুলিশ পিডিপি-র দাবি খারিজ করে দিয়েছে ৷

Mehbooba Mufti
Mehbooba Mufti

শ্রীনগর, 11 ডিসেম্বর: হাউজ অ্যারেস্ট করা হয়েছে মেহবুবা মুফতিকে ৷ পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপি-র তরফেই এই কথা জানানো হয়েছে ৷ দলের সভানেত্রীর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছে পিডিপি ৷ তাদের দাবি, এই হাউজ অ্যারেস্ট বেআইনি ৷ যদিও জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে পিডিপি-র দাবি অস্বীকার করা হয়েছে ৷ সোশাল মিডিয়া মারফত তারা জানিয়েছে, কাউকে হাউজ অ্যারেস্ট করা হয়নি ৷

উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট সংবিধানের অনুচ্ছেদ 370 বাতিল নিয়ে রায় দিয়েছে ৷ এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর সিলমোহর দেয় শীর্ষ আদালত ৷ এ দিনই যে রায় দেওয়া হবে, সেই বিষয়টি গত সপ্তাহে জানা গিয়েছিল ৷ তাই এ দিন সকাল থেকে জম্মু-কাশ্মীরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ৷

আর আদালত রায় দেওয়ার আগেই পিডিপি-র তরফে মেহবুবা মুফতিকে হাউজ অ্যারেস্টের বিষয়টি তোলা হয় ৷ যা সঙ্গে সঙ্গে পুলিশ খারিজ করে দেয় ৷ তবে পুলিশের এক মুখপাত্র সকালেই জানিয়েছিলেন যে সাধারণ জনগণকে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে উস্কানিমূলক বা ভুল তথ্য বা গুজব ছড়ানো বিরত থাকার জন্য আবেদন করা হয়েছে ৷

অন্যদিকে ভূস্বর্গের আর একটি রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা ও সহ-সভাপতি ওমর আবদুল্লার গুপকরের বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সকালেই জানা গিয়েছিল ৷ সেখানে সাংবাদিকদের প্রবেশ বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ গুপকরের বাসভবনটি ফারুক আবদুল্লার ৷ ওমর 2020 সালের অক্টোবর থেকে ওই বাড়িতেই থাকেন ৷ তিনি এ দিন সেখানেই রয়েছেন ৷ তবে তাঁর বাবা ফারুক আবদুল্লা এখন নয়াদিল্লিতে রয়েছেন সংসদের অধিবেশনে উপস্থিত থাকার জন্য ৷

উল্লেখ্য, 2019 সালের 5 অগস্ট সংসদে বিল পেশ করে জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদার তকমা উঠিয়ে নেয় কেন্দ্রের মোদি সরকার ৷ অবলুপ্ত করা হয় সংবিধানের 370 ও 35এ অনুচ্ছেদ ৷ পূর্ণরাজ্য জম্মু ও কাশ্মীরকে ভেঙে দেয় সরকার ৷ বদলে তৈরি করা হয় ৷ দু’টি কেন্দ্র শাসিত অঞ্চল ৷ লাদাখকে আলাদা একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় ৷ জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় ৷

এই নিয়ে বিতর্ক তৈরি হয়৷ কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে একগুচ্ছ আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানি হয় চলতি বছরের সেপ্টেম্বরের গোড়ায় ৷ তার পর সোমবার এই মামলার রায়দান হল ৷ কেন্দ্রের সিদ্ধান্তের উপরই সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এমনকি, লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির সিদ্ধান্তও সঠিক বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত ৷

আরও পড়ুন:

  1. 370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত
  2. জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 2টি সংশোধনী বিল পেশ শাহর, 370 ধারা খারিজ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
  3. 19 ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট, থাকতে পারেন মমতা

ABOUT THE AUTHOR

...view details