পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিডে আক্রান্ত স্ত্রী, খুন করে আত্মঘাতী স্বামী ! - বিহার

অতুল ও তাঁর স্ত্রী পটনার পত্রকার নগরে থাকতেন ৷ কয়েকদিন আগে তাঁর স্ত্রীর কোভিড পরীক্ষা হয় ৷ তাতে তাঁর পজিটিভ রিপোর্ট আসে ৷ পুলিশ জানিয়েছে, এই পরিস্থিতিতে গতরাতে নিজের স্ত্রীকে খুন করেন অতুল ৷

murder
প্রতীকী ছবি

By

Published : Apr 26, 2021, 4:53 PM IST

পটনা (বিহার), 26 এপ্রিল : স্ত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ ৷ তাই তাঁকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ গতরাতে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বিহারের পটনায় ৷ যদিও এর পর ওই ব্য়ক্তিও আত্মহত্য়া করেন ৷

পুলিশ জানিয়েছে, ওই ব্য়ক্তির নাম অতুল লাল ৷ তিনি একজন রেলকর্মী ৷ তাঁর স্ত্রী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন ৷

আরও পড়ুন-অনুব্রতকে তলব সিবিআইয়ের, না যাওয়ার পরামর্শ মমতার

অতুল ও তাঁর স্ত্রী পটনার পত্রকার নগরে থাকতেন ৷ কয়েকদিন আগে তাঁর স্ত্রীর কোভিড পরীক্ষা হয় ৷ তাতে তাঁর পজিটিভ রিপোর্ট আসে ৷ পুলিশ জানিয়েছে, এই পরিস্থিতিতে গতরাতে নিজের স্ত্রীকে খুন করেন অতুল ৷ এর কিছুক্ষণ পরেই নিজেও একটি বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি ৷ তবে কী কারণে আত্মহত্য়া তা এখনও স্পষ্ট নয় ৷

তবে এক্ষেত্রে আশপাশের অনেকের অনুমান, স্ত্রীর কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অতুল ৷ সেকারণে এই ঘটনা ঘটিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details