পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিডে মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে বিহার সরকারকে ভর্ৎসনা আদালতের - Bihar

আদালত সূত্রে খবর, বিহারে করোনায় মৃত্যু নিয়ে ওই রাজ্যের মুখ্যসচিব ত্রিপুরারি শরণ ও পটনা ডিভিসনাল কমিশনারের তরফে যে দু’টি হলফনামা পেশ করা হয়েছে, তাতে ভিন্ন সংখ্যা দেওয়া হয়েছে ৷

কোভিডে মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে বিহার সরকারকে ভর্ৎসনা আদালতের
কোভিডে মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে বিহার সরকারকে ভর্ৎসনা আদালতের

By

Published : May 18, 2021, 2:25 PM IST

পটনা, 18 মে :গঙ্গায় মৃতদেহ ভাসার ঘটনার পর এবার করোনায় মৃত্যু নিয়ে রুষ্ট আদালত ৷ মঙ্গলবার পটনা হাইকোর্ট এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ৷ আগামী দু’দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বিহারের প্রধান স্বাস্থ্যসচিব ৷

আদালত সূত্রে খবর, বিহারে করোনায় মৃত্যু নিয়ে ওই রাজ্যের মুখ্যসচিব ত্রিপুরারি শরণ ও পটনা ডিভিসনাল কমিশনারের তরফে যে দু’টি হলফনামা পেশ করা হয়েছে, তাতে ভিন্ন সংখ্যা দেওয়া হয়েছে ৷

মুখ্যসচিবের দাবি বক্সারে 1 মার্চ থেকে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছিল৷ আর ডিভিসনাল কমিশনারের দাবি মে মাসের 5 তারিখ থেকে 14 তারিখের মধ্যে স্থানীয় চারধাম ঘাটে 789 জন মারা গিয়েছেন৷

আর এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত ৷ সঠিক সংখ্যাটা ঠিক কত এটাই জানতে চাওয়া হয়েছে আদালতের তরফে ৷ তাই আগামী দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বিহার সরকারকে ৷

আরও পড়ুন :দেশে মৃত্যুতে নয়া রেকর্ড, কমছে সংক্রমণ

উল্লেখ্য, কয়েকদিন আগে বিহারের বক্সারে গঙ্গায় বহু মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল ৷ সেদিনই প্রথম গঙ্গায় মৃতদেহ ভাসার খবর সামনে আসে ৷ এর পর উত্তর প্রদেশেও একই ধরনের ঘটনা সামনে এসেছিল ৷ তার পর আবার এই ঘটনায় অস্বস্তিতে বিহার সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details