পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Summon to Rahul Gandhi: মোদি পদবি বিতর্কে ফের রাহুলকে সমন পটনার আদালতের, চলতি মাসেই হাজিরার নির্দেশ

মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বুধবার রাহুল গান্ধিকে সমন পাঠিয়েছে পটনার একটি আদালত ৷ আগামী 25 এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷

ETV Bharat
রাহুল গান্ধি

By

Published : Apr 12, 2023, 5:06 PM IST

পটনা, 12 এপ্রিল:গুজরাতের সুরাত আদালতের পর এবার পটনার আদালত ৷ মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফের পটনার একটি আদালত সমন পাঠাল কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ রাহুল গান্ধিকে ৷ বুধবার তাঁকে এই সময় পাঠিয়ে, 25 এপ্রিল আদাতলে হাজিরা দিতে বলা হয়েছে ৷ এর আগেও রাহুলকে এই মামলায় হাজিরার জন্য সমন পাঠানো হয়েছিল ৷ বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয় ৷ যদিও এদিন ওই আদালতে যাননি প্রাক্তন কংগ্রেস সাংসদ ৷

উল্লেখ্য, 2019 সালের লোকসভা ভোটের কর্ণাটকে প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাহুল গান্ধি ৷ তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে পটনার এমপি/এমএলএ আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন বিজেপি'র রাজ্যসভার সাংসদ তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদি ৷ উল্লেখ্য, এই মামলার প্রেক্ষিতে এই এমপি/এমএলএ আদালতের স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদি দেব গত 18 মার্চ রাহুলকে নির্দেশ দেন 12 এপ্রিল আদালতে হাজিরার জন্য ৷

কিন্তু বুধবার রাহুল গান্ধি আদালতে যাননি ৷ এদিন আদালতে কংগ্রেস নেতার আইনজীবী অন্য একটি তারিখ চান রাহুলের হাজিরার জন্য ৷ এরপরেই আদালত 25 এপ্রিল রাহুলকে হাজিরার নির্দেশ দেয় ৷ সেদিনই এই মামলার পরবর্তী শুনানি হবে ৷

আরও পড়ুন:ধর্মের ভিত্তিতে নয় বাংলার অধিকারের দাবিতে ভোট হবে, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

উল্লেখ্য, কংগ্রেসের প্রাক্তন সভাপতির ওই মন্তব্যের জন্য গুজরাতের সুরাতেও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছিলেন এক বিজেপি নেতা ৷ সেই মামলায় গত 23 মার্চ রাহুলকে দোষী সাব্যস্ত করে সুরাতের ম্যাজিস্ট্রেট আদালত ৷ 2 বছরের কারাদণ্ডের সাজা হয় তাঁর ৷ যদিও এই মামলায় বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন রাহুল, সুরাতের দায়রা আদালতে তিনি ম্যাজিস্ট্রেটের নির্দেশের বিরুদ্ধে আবেদন করেছেন ৷ তবে সুরাতের ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের পরেই জনপ্রতিনিধিত্ব আইন মেনে রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷

ABOUT THE AUTHOR

...view details