পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cataract Operation: ছানি অপারেশনের সময় চোখ নষ্টে অভিযুক্ত জামশেদপুরের হাসপাতাল

2021 সালের 18 নভেম্বরের ছানি অপারেশন (Cataract Operation) হয় গঙ্গাধর সিং নামে এক ব্যক্তির ৷ সেই অপরাশনের সময় তাঁর চোখ নষ্ট করে পাথরের চোখ বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ (Eye Remove during Cataract Operation) ৷ শুরু হয়েছে তদন্ত ৷

patients-who-went-for-cataract-operation-remove-eye-in-ghatshila
Cataract Operation: ছানি অপারেশনের সময় চোখ নষ্টে অভিযুক্ত জামশেদপুরের হাসপাতাল

By

Published : Oct 12, 2022, 5:27 PM IST

ঘাটশিলা (ঝাড়খণ্ড), 12 অক্টোবর : ছানি অপারেশন (Cataract Operation) করতে গিয়ে এক বৃদ্ধের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের ঘাটশিলায় (Ghatshila) ৷ কাঠগড়ায় জামশেদপুরের কেসিসিআই হাসপাতাল (Jamshedpur KCCI Hospital) ৷ অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে পাথরের চোখ বসিয়ে দেওয়া হয় গঙ্গাধর সিং নামে ওই রোগীর চোখে (Eye Remove during Cataract Operation) ৷ এই খবর সামনে আসার পর হইচই পড়ে গিয়েছে এলাকায় ৷ পরিবারের দাবি, ছানি অপারেশনের আগে গঙ্গাধরের চোখে সামান্য দৃষ্টিশক্তি ছিল ৷ কিন্তু এখন তা একেবারেই নেই ৷

গঙ্গাধরের পাথরের চোখ

জানা গিয়েছে, ওই ছানি অপারেশন হয়েছিল 2021 সালের 18 নভেম্বর ৷ সব মিলিয়ে আটজনের সেদিন ছানি অপারেশন হয় ৷ সেই তালিকায় ছিলেন গঙ্গাধরও ৷ অপারেশেনর 24 ঘণ্টা পর গঙ্গাধর-সহ অন্য রোগীদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় ৷

পরিবারের দাবি, অপারেশনের পর গঙ্গাধর যখন বাড়িতে ফেরেন, তখন তাঁর বাঁ চোখে যন্ত্রণা ছিল ৷ পরিবারের তরফে হাসপাতালে যোগাযোগ করা হয় ৷ তখন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসাও করানো হয় গঙ্গাধরের ৷ তার পর তিনি বাড়ি ফিরে আসেন ৷

গঙ্গাধর সিং

কিন্তু বিপত্তি বাঁধে আরও কয়েকদিন পর ৷ সেদিন চোখ কচলাতে গিয়ে গঙ্গাধরের পাথরের চোখটি খুলে পড়ে যায় ৷ এই নিয়ে পরিবারে হইচই পড়ে যায় ৷ পরিবারের দাবি, ওই হাসপাতালই চোখ নষ্ট করে দিয়েছে ৷ বিষয়টি ধামাচাপা দিতেই পাথরের চোখ লাগিয়ে দিয়েছে ৷

ছানি অপারেশনের সময় চোখ নষ্টে অভিযুক্ত জামশেদপুরের হাসপাতাল

এই নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে পরিবারের তরফে অভিযোগ জানানো হয় ৷ পুলিশেও অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে ৷ পূর্ব সিংভূমের সিভিল সার্জেন ঘাটশিলা হাসপাতালে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন ৷ তিনি জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত হবে ৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ দোষী চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হবে ৷ প্রশাসনের স্থানীয় এক আধিকারিক সত্যবীর রজক ওই গ্রামে যান ৷ গঙ্গাধরের বাড়িতে গিয়ে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন ৷

আরও পড়ুন :ছানি অপারেশন করাতে গিয়ে বাদ চোখ, পুলিশে অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details