পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত গৌরব যাত্রা ট্যুরিস্ট ট্রেনে বিষক্রিয়ায় অসুস্থ 40 যাত্রী ! অবহেলার অভিযোগ রেলের বিরুদ্ধে - ট্যুরিস্ট ট্রেনে বিষক্রিয়ায় অসুস্থ 40 যাত্রী

Bharat Gaurav Yatra train Food Poison: ট্রেনে এবার আরেক কাণ্ড ! আইআরসিটিসির পর্যটন ট্রেনের খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন যাত্রীরা ৷ ঘটনাটি ঘটেছে চেন্নাই থেকে পুনে যাওয়ার ট্রেনে ৷

ETV Bharat
রেলের খাবার খেয়ে অসুস্থ যাত্রীরা

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 5:26 PM IST

পুনে, 29 নভেম্বর: ট্রেনের মধ্যেই খাবারে বিষক্রিয়া ! রেলের খাবার খেয়ে অসুস্থ হলেন বহু যাত্রী ! মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে ৷ চেন্নাই থেকে পুনে যাচ্ছিল ভারত গৌরব প্যাকেজ ট্যুরিস্ট ট্রেন ৷ সূত্রে জানা গিয়েছে রাতের খাবার খাওয়ার পর একের পর এক প্রায় 40 জন যাত্রীর অসুস্থতার খবর পাওয়া যায় ৷ তবে প্রাথমিক চিকিৎসার পর এখন যাত্রীদের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভারতীয় রেলের ভারত গৌরব প্যাকেজ ট্যুরিস্ট ট্রেনটি চেন্নাই থেকে পুনে আসছিল ৷ রাতে ট্রেনের প্যানট্রি থেকেই যাত্রীদের খাবার দেওয়া হয় ৷ খাওয়ার কিছুক্ষণ পরই জানা যায়, একের পর এক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন ৷ এভাবে প্রায় 40 জন যাত্রী অসুস্থ হয়ে পড়েন ৷ এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ট্রেনের মধ্যে হইচই শুরু হয়ে যায় ৷

সঙ্গে সঙ্গে খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে ৷ পুনে স্টেশনেই চিকিৎসকদের বিশেষ দল অসুস্থ যাত্রীদের জন্য অপেক্ষা করছিল ৷ প্রথমে স্টেশনেই অসুস্থ যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করেন তাঁরা ৷ এরপর তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে হাসপাতালে পাঠানো হয় ৷ রেল সূত্রে জানা গিয়েছে, এখন যাত্রীদের অবস্থা অনেকটাই ভালো ৷ তাঁরা স্থিতিশীল রয়েছেন ৷

রেলওয়ে প্যাসেঞ্জার গ্রুপের সভাপতি হর্ষ শাহ বলেন, "আইআরসিটিসি-র দু'জন আধিকারিক ট্রেনেই ছিলেন ৷ কিন্তু তাঁরা ওই খাবার কেন পরীক্ষা করে দেখলেন না ? দশ দিনের যাত্রাপথ অনুযায়ী টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে ৷ আধিকারিকদের উচিত ট্রেনের খাবার যাত্রীদের পরিবেশন করার আগে তা পরীক্ষা করে দেখা ৷" তিনি এই ঘটনায় তদন্ত দাবি করেছেন ৷

আরও পড়ুন:

  1. খোলা লেভেল ক্রসিং! ট্রেন থামিয়ে প্রহরীকে ঘুম থেকে তুললেন চালক
  2. সিটে পা তোলা নিয়ে বচসা, ট্রেন থেকে নেমে যুবকের পা ভেঙে দিল সহযাত্রী
  3. হরিশ্চন্দ্রপুরে লাইনচ্যুত মালগাড়ি, দু'টি লাইনে বন্ধ ট্রেন চলাচল

ABOUT THE AUTHOR

...view details