পুনে, 29 নভেম্বর: ট্রেনের মধ্যেই খাবারে বিষক্রিয়া ! রেলের খাবার খেয়ে অসুস্থ হলেন বহু যাত্রী ! মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে ৷ চেন্নাই থেকে পুনে যাচ্ছিল ভারত গৌরব প্যাকেজ ট্যুরিস্ট ট্রেন ৷ সূত্রে জানা গিয়েছে রাতের খাবার খাওয়ার পর একের পর এক প্রায় 40 জন যাত্রীর অসুস্থতার খবর পাওয়া যায় ৷ তবে প্রাথমিক চিকিৎসার পর এখন যাত্রীদের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভারতীয় রেলের ভারত গৌরব প্যাকেজ ট্যুরিস্ট ট্রেনটি চেন্নাই থেকে পুনে আসছিল ৷ রাতে ট্রেনের প্যানট্রি থেকেই যাত্রীদের খাবার দেওয়া হয় ৷ খাওয়ার কিছুক্ষণ পরই জানা যায়, একের পর এক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন ৷ এভাবে প্রায় 40 জন যাত্রী অসুস্থ হয়ে পড়েন ৷ এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ট্রেনের মধ্যে হইচই শুরু হয়ে যায় ৷
সঙ্গে সঙ্গে খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে ৷ পুনে স্টেশনেই চিকিৎসকদের বিশেষ দল অসুস্থ যাত্রীদের জন্য অপেক্ষা করছিল ৷ প্রথমে স্টেশনেই অসুস্থ যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করেন তাঁরা ৷ এরপর তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে হাসপাতালে পাঠানো হয় ৷ রেল সূত্রে জানা গিয়েছে, এখন যাত্রীদের অবস্থা অনেকটাই ভালো ৷ তাঁরা স্থিতিশীল রয়েছেন ৷
রেলওয়ে প্যাসেঞ্জার গ্রুপের সভাপতি হর্ষ শাহ বলেন, "আইআরসিটিসি-র দু'জন আধিকারিক ট্রেনেই ছিলেন ৷ কিন্তু তাঁরা ওই খাবার কেন পরীক্ষা করে দেখলেন না ? দশ দিনের যাত্রাপথ অনুযায়ী টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে ৷ আধিকারিকদের উচিত ট্রেনের খাবার যাত্রীদের পরিবেশন করার আগে তা পরীক্ষা করে দেখা ৷" তিনি এই ঘটনায় তদন্ত দাবি করেছেন ৷
আরও পড়ুন:
- খোলা লেভেল ক্রসিং! ট্রেন থামিয়ে প্রহরীকে ঘুম থেকে তুললেন চালক
- সিটে পা তোলা নিয়ে বচসা, ট্রেন থেকে নেমে যুবকের পা ভেঙে দিল সহযাত্রী
- হরিশ্চন্দ্রপুরে লাইনচ্যুত মালগাড়ি, দু'টি লাইনে বন্ধ ট্রেন চলাচল