পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পার্স চুরি করে ট্রেনের জানলায় ঝুলছে চোর, উত্তম-মধ্যম দিল যাত্রীরা; ভাইরাল ভিডিয়ো - ট্রেনের ভাইরাল ভিডিয়ো

Pickpocket Caught by Passengers: মহিলা যাত্রীর পার্স চুরি করে পালানোর ধান্দা ছিল ৷ কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় প্রাণ বাঁচাতে অগত্যা জানালা ধরে ঝুলে পড়ল চোর ৷ তারপর...

Etv Bharat
চুরি করে ট্রেনের জানলা ধরে ঝুলছে চোর

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 8:38 PM IST

চুরি করে ট্রেনের জানলায় ঝুলছে চোর, দেখুন ভাইরাল ভিডিয়ো

ভাগলপুর (বিহার), 17 জানুয়ারি: চলন্ত ট্রেনে মোবাইল চুরি করার মুহূর্তে চোরকে হাতেনাতে ধরল যাত্রীরা ৷ তারপর জুটল মার ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার সেই মুহূর্তের ভিডিয়ো ৷

জানা গিয়েছে, এক মহিলা যাত্রী ফোনে কথা বলছিলেন । এর মধ্যেই চোর তাঁর পার্সটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে । এই সময় ট্রেনে বসে থাকা যাত্রীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে। এদিকে প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেনের জানালা ধরে ঝুলতে থাকে সে ৷

কিছুদূর যাওয়ার পর কয়েকজন তাকে ধরে ট্রেন থেকে নামিয়ে বেধড়ক মারধর করে । ট্রেনে থাকা কয়েকজন যাত্রী তাদের ফোন ক্যামেরায় সেই দৃশ্য তোলেন । এখন সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল । যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

জানা গিয়েছে, জামালপুর-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি লাইলাখ থেকে ঘোঘা স্টেশনের দিকে যাচ্ছিল । এই বিষয়ে ভাগলপুর রেলওয়ে আরপিএফ ইন্সপেক্টর রণধীর কুমারের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, "ভাইরাল হওয়া ঘটনাটির বিষয়ে কিছু জানা নেই ৷ তবে আমরা বিষয়টি তদন্ত করছি । জিআরপির সঙ্গেও কথা বলছি ৷ আগে এই ধরনের অনেক ঘটনা আমাদের নজরে এসেছে ।"

এক বছর আগেও ভাগলপুরে একই ঘটনা ঘটেছিল। একজন চোর এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং পালানোর চেষ্টা করার সময় দীর্ঘক্ষণ ট্রেন থেকে ঝুলে ছিল । সেদিন চোরকে বাঁচিয়েছিলেন ট্রেনের যাত্রীরা ৷ তবে যাত্রীদের অভিযোগ, ভাগলপুর-জামালপুর-পিরপাইন্টি রুটে এটি সাধারণ ঘটনা ৷ মাঝে মাঝে চোর ধরা পড়লে ভিডিয়ো ভাইরাল হয় ৷ নইলে মানুষ জানতেও পারে না ।

আরও পড়ুন :

  1. চলন্ত ট্রেনে চুরি করে জানালা ধরে ঝুলছে চোর! বাঁচালেন যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো
  2. পোষ্য নয়! তবুও কৃষকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল বানর, ভাইরাল ভিডিয়ো
  3. ভারী বৃষ্টিতে বন্ধ রাস্তা, হাজার হাজার আপেল ড্রেনে ফেললেন মালিরা !

ABOUT THE AUTHOR

...view details