নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: রবিবার জন্মদিনে দিল্লি মেট্রোয় সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেখানে তাঁকে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছায় অভিবাদন জানালেন এক যাত্রী ৷ আজ দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইন সম্প্রসারণে দ্বারকা সেক্টর 21 থেকে নতুন মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর 25' পর্যন্ত যাত্রাপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।
উদ্বোধনের পর দিল্লি মেট্রোতেই সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সময়ই তাঁর এক মহিলা সহযাত্রী সংস্কৃতে জন্মদিনের গান গেয়ে শুভেচ্ছা জানান নমোকে । ওই যাত্রী গাইতে থাকেন, "জন্ম-দিনম-ইধম আয়ি প্রিয়া সখে | শান্তনোতু তে সর্বদা মুদম দ্বিতীয় প্রার্থায়ামহে ভব শতায়ুষী | ঈশ্বরস-সদা ত্বাম চ রক্ষাতু দ্বিতীয় পুণ্যকর্মণা কীর্তিমার্জয়া | জীবনম তব ভবতু সার্থকম"৷ বাংলায় এর তর্জমা করলে দাঁড়ায়, এই জন্মদিন আপনার জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক ৷ আপনার দীর্ঘায়ুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি । ঈশ্বর সর্বদা আপনাকে রক্ষা করুন । আপনি মহৎ কাজের পথে হাঁটুন এবং আপনার জীবন পরিপূর্ণ হোক ৷
প্রধানমন্ত্রীর মেট্রো সফরের যে ভিডিয়োগুলি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, মেট্রোতে যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলছেন মোদি ৷ তাঁর সঙ্গে অনেকে সেলফিও তুলছেন ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন । দ্বারকায় যশোভূমি নামে পরিচিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি) এর প্রথম ধাপেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী ।