পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nepal Plane Crash: নেপালে বিমান দুর্ঘটনায় 44 দেহ উদ্ধার, যাত্রী-ক্রু মিলিয়ে ছিলেন 72 জন - ভেঙে পড়ল বিমান

72 জনকে নিয়ে নেপালে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান (Nepal Plane Crash)৷ পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানটি ভেঙে পড়ে ৷

Nepal Plane Crash
বিমান দুর্ঘটনা

By

Published : Jan 15, 2023, 12:03 PM IST

Updated : Jan 15, 2023, 3:19 PM IST

নেপালে বিমান দুর্ঘটনা

পোখরা, 15 জানুয়ারি:নেপালের বিমান দুর্ঘটনায় (Nepal Plane Crash) এখনও পর্যন্ত 44টি মৃতদেহ উদ্ধার হয়েছে ৷ এ কথা জানিয়েছেন নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ৷ তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ ৷ আজ পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে (Pokhara International Airport) একটি 72 আসনের যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে । জানা গিয়েছে, বিমানে 68 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন ৷ ভারতীয় ছিলেন 5 জন ৷ বিমানবন্দরে আপাতত যাবতীয় পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷

রবিবার সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের সময় নেপালের যাত্রীবাহী বিমানটি রানওয়েতেই দুর্ঘটনার কবলে পড়ে ৷ নেপালের সিভিল এভিয়েশন অথরিটি (CAAN) জানিয়েছে, ইয়েতি এয়ারলাইন্সের 9এন-এএনসি এটিআর-72 বিমানটি কাঠমান্ডু থেকে সকাল 10:33-এ উড়েছিল । পোখরা বিমানবন্দরে অবতরণের সময় পুরনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝে সেতি নদীর তীরে ভেঙে পড়ে বিমানটি । জানা যাচ্ছে, 72 আসনের ওই বিমানে মোট 68 জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন । দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিসভার বৈঠক ডেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড ৷

আরও পড়ুন:অরুণাচলের মিগিংয়ে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার

সরকার পরিচালিত নেপাল টেলিভিশন জানিয়েছে, যাত্রীদের মধ্যে 10 জন বিদেশি ছিলেন । মাই রিপাবলিকা পত্রিকা জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে আটটি মৃতদেহ পাওয়া গিয়েছে । কাস্কি জেলার প্রধান জেলা আধিকারিক টেক বাহাদুর কেসি জানিয়েছেন, বিমানটি সেতি নদীর ঘাটে ভেঙে পড়েছে। দ্য হিমালয়ান টাইমস পত্রিকাকে তিনি বলেছেন, বর্তমানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ভেঙে পড়ার পর দাউ দাউ করে জ্বলছে বিমানটি (Aircraft Crashes in Nepal)৷ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ ৷ দুর্ঘটনার পরই জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ তবে ক্ষয়ক্ষতির স্পষ্ট খবর এখনও সামনে আসেনি ৷ পোখরা বিমানবন্দরের বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে ৷

Last Updated : Jan 15, 2023, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details