পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mallikarjun Kharge: 'ঘৃণার বীজ ছড়াচ্ছে বিজেপি', দলীয় বৈঠকে লড়াইয়ের ডাক খাড়গের - দলীয় বৈঠকে লড়াইয়ের ডাক খাড়গের

অক্টোবরে সভাপতি নির্বাচিত হন মল্লিকার্জুন খাড়গে ৷ তারপর এই প্রথম কংগ্রেসের স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক হল রাজধানীতে দলের সদর দফতরে (Mallikarjun Kharge to steering panel members) ৷

Mallikarjun Kharge
ETV Bharat

By

Published : Dec 4, 2022, 11:30 AM IST

Updated : Dec 4, 2022, 1:12 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: দলের তৃণমূল স্তর থেকে সবচেয়ে উপরের স্তরে- সকলের ভূমিকার উপর জোর দিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ কংগ্রেসের স্টিয়ারিং কমিটির বৈঠকে সভাপতি রাজ্যের ইন-চার্জদের মানুষের সুবিধে-অসুবিধে নিয়ে একটি রোডম্যাপ তৈরি করার নির্দেশ দেন ৷ বিশেষত আগামী বছরে যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, সেখানে কর্মসূচির পরিকল্পনা কেমন হবে, সে বিষয়ে আলোচনা করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ৷ বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকর্মীদের চাঙ্গা করতে তিনি স্টিয়ারিং প্য়ানেলের সদস্যদের বলেন, "যাঁরা ঘৃণার বীজ ছড়াচ্ছেন, বিভাজনের ফল চাষ করছেন, সেই শাসকদলের বিরুদ্ধে লড়াই করাটা আমাদের কর্তব্য (Congress Chief Mallikarjun Kharge stresses on accountability from top to bottom) ৷"

রবিবার রাজধানীতে দলের সদর দফতরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে প্রথম স্টিয়ারিং কমিটির বৈঠক হয় ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কেসি বেণুগোপাল, পি চিদাম্বরম এবং অন্য নেতারা ৷ এদিন খাড়গে জানান, শাসকদলের বিরুদ্ধে যুদ্ধ করা দলীয় কর্মীদের প্রাথমিক কর্তব্য ৷ রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ইতিহাস তৈরি করেছে ৷ আজ মধ্যপ্রদেশে এই যাত্রা শেষ দিন ৷ এরপর রাজস্থানে যাবেন রাহুল গান্ধি ও কংগ্রেসের অন্য নেতারা ৷

আরও পড়ুন: বিপুল পরিমাণে ভোট দেওয়ার আর্জি নাড্ডা-শাহ ও রাহুলের

এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশ শনিবারই এই বৈঠকের কথা জানিয়ে বলেন, "কংগ্রেসের স্টিয়ারিং কমিটির বৈঠক হবে ৷ পূর্ণাঙ্গ অধিবেশনের (Plenary Session ) দিনক্ষণ ঠিক করা এবং তা কোথায় হবে- তা ঠিক করাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য ৷ এইসব নিয়ে আলোচনা হবে ৷"

অক্টোবরের শেষে অশীতিপর নেতা মল্লিকার্জুন খাড়গে দলের সভাপতি নির্বাচিত হন ৷ তারপরে কংগ্রেসের কার্যকরী কমিটি (Congress Working Committee, CWC) অর্থাৎ সিডব্লিউসি-র সব সদস্যকে স্টিয়ারিং কমিটির অন্তর্ভুক্ত করা হয়৷ দলীয় অধিবেশনে সভাপতি খাড়গের ভূমিকা বোঝা যাবে ৷ দলীয় অধিবেশন 2023 সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে হতে পারে ৷ নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি ৷ 24 বছর পর মল্লিকার্জুন খাড়গে প্রথম অ-গান্ধি সভাপতি হিসেবে কংগ্রেস প্রধান হয়েছেন ৷ শুধু তাই নয়, 137 বছরের দলে তিনিই প্রথম দলিত সভাপতি ।

Last Updated : Dec 4, 2022, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details