পোর্ট ব্লেয়ার, 20 মার্চ : আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’ ৷ এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হতে পারে ৷ রবিবার থেকেই দ্বীপগুলির মধ্যে জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে ৷ মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে, তারা যেন সমুদ্রে না যান ৷ কারণ বছরের প্রথম ঘূর্ণিঝড় দ্বীপপুঞ্জ থেকে খুব একটা দূরে নেই (Parts of Andamans experience rain, strong winds due to Cyclone Asani) ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রায় এনডিআরএফ-এর 100 জন কর্মী মোতায়েন করা হয়েছে আন্দামান-নিকোবরে ৷ ছ'টি ত্রাণশিবির খোলা হয়েছে ৷ উত্তর এবং মধ্য আন্দামানে বৃষ্টি শুরু হয়েছে ৷ প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে ৷ তবে এখনও অবধি স্বাভাবিক রয়েছে পোর্ট ব্লেয়ার ৷