পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jaishankar on Manipur: মণিপুরের সমস্যার একটি কারণ অভিবাসীরা, শান্তি ফেরানোর চেষ্টা চলছে: বিদেশমন্ত্রী - Jaishankar on Manipur

EAM Jaishankar on Manipur: নিউইয়র্কে কাউন্সিল অফ ফরেন রিলেশনসে এক প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, মণিপুরের সমস্যার একটি কারণ হল অভিবাসীদের অস্থিতিশীল প্রভাব । তবে শান্তি ফেরাতে কেন্দ্র ও রাজ্য সরকার সচেষ্ট বলে জানান তিনি ৷

EAM Jaishankar on Manipur
মণিপুর নিয়ে বিদেশমন্ত্রী

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 1:37 PM IST

নিউইয়র্ক, 27 সেপ্টেম্বর: মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এমন একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করছে, যার মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতির একটা অনুভূতি ফিরে আসে এবং পর্যাপ্ত আইন-শৃঙ্খলা প্রয়োগ করা যায় । মঙ্গলবার এ কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ নিউইয়র্কে উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি প্রশ্নের জবাবে ফরেন রিলেশনস কাউন্সিলে তিনি বলেন, "আমি মনে করি মণিপুরের সমস্যার একটি কারণ হল অভিবাসীদের অস্থিতিশীল প্রভাব ৷"

জয়শংকর বলেন, "এমন উত্তেজনাও রয়েছে যার স্পষ্টতই একটি দীর্ঘ ইতিহাস রয়েছে । এবং আজ, আমি মনে করি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে এমন একটি উপায় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতির অনুভূতি ফিরে আসে ৷ সেই সময়ে বাজেয়াপ্ত করা অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে ৷ যাতে হিংসার ঘটনা না ঘটে, সে জন্য সেখানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা প্রয়োগ করা হয়েছে ৷"

এই মাসের শুরুর দিকে রাষ্ট্রসংঘের একদল বিশেষজ্ঞ বলেন যে, তাঁরা মণিপুরে নারী ও মেয়েদের লক্ষ্য করে হিংসার ঘটনার রিপোর্ট এবং ছবি দেখে আতঙ্কিত ৷ ভারত সরকারকে সেই সব ঘটনার তদন্ত করতে এবং অপরাধীদের থেকে জবাবদিহি চাওয়ার জন্য জোরালো পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তাঁরা । বিশেষজ্ঞরা মণিপুরে যে যৌন হিংসা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গৃহ ধ্বংস, জোর করে বাস্তুচ্যুতি, নির্যাতন এবং দুর্ব্যবহার-সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তীব্র আশংকা প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন:সাড়ে চার মাস মণিপুরে শুরু হতে চলেছে মোবাইল ইন্টারনেট পরিষেবা

ভারত এই মন্তব্যগুলিকে প্রত্যাখ্যান করে, সেগুলিকে অযৌক্তিক, অনুমানমূলক এবং বিভ্রান্তিকর বলে অভিহিত করে ৷ কেন্দ্রের তরফে দাবি করা হয়, রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণই ছিল ৷ এই মন্তব্যগুলিকে 'অনুমানমূলক' বলে দিল্লির খারিজ করার বিষয়ে জয়শংকরকে এ দিন জিজ্ঞাসা করা হয়েছিল ৷ তিনি জবাবে বলেন, "মন্তব্যটি ব্যক্তিগতভাবে আমি করিনি, করেছিলেন মুখপাত্র । যদি বলেন যে, মন্তব্যটি সঠিক ছিল ? তাহলে আপনার কাছে আমার উত্তর হবে হ্যাঁ ৷"

মন্ত্রীকে সুইডেনের ভি-ডেম ইনস্টিটিউট এবং মার্কিন সরকারের অনুদানপ্রাপ্ত এনজিও ফ্রিডম হাউসের রিপোর্ট সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়, যে রিপোর্টে স্বাধীনতা এবং গণতন্ত্রের বিষয়ে ভারতের সমালোচনা করা হয় । জয়শংকর দুটি সংস্থাকে তাদের 'ভণ্ডামি'-এর জন্য নিন্দা করেন ৷ (সংবাদসংস্থা পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details