পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

18 জুন টুইটার কর্তৃপক্ষকে হাজিরা দিতে নির্দেশ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির - বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক

টুইটার কর্তৃপক্ষকে এবার তলব করল তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ৷ 18 জুন বিকেল 4টের সময় সংসদ ভবনে স্ট্যান্ডিং কমিটির সামনে হাজিরা দিতে হবে টুইটার ইন্ডিয়ার প্রতিনিধিদের ৷ যেখানে নয়া তথ্য প্রযুক্তি আইন না মানার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে টুইটার ইন্ডিয়াকে ৷

Parliamentary Standing Committee for Ministry of Information and Technology-summons-twitter-on-june-18
18 জুন টুইটার কর্তৃপক্ষকে হাজিরা দিতে নির্দেশ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির

By

Published : Jun 15, 2021, 2:13 PM IST

নয়াদিল্লি, 15 জুন : নয়া তথ্য প্রযুক্তি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে টুইটারের সংঘাত এবার নতুন মাত্রা পেল ৷ আগামী 18 জুন টুইটার কর্তৃপক্ষকে তলব করল তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটি ৷ সংসদ ভবনে তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে 8 জুন বিকেল চারটের সময় টুইটারের প্রতিনিধিদের হাজির হতে বলা হয়েছে ৷ যেখানে তাদের অনলাইন সংবাদ এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত জানাতে বলা হয়েছে ৷

তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির এজেন্ডায় বলা হয়েছে, নাগরিক অধিকার সুরক্ষিত রাখতে টুইটার কর্তৃপক্ষ কী ভাবছে, তা জানতে উপযুক্ত প্রমাণ সহ তাদের প্রতিনিধি দলকে ডাকা হয়েছে ৷ যেখানে বিশেষ করে জোর দেওয়া হয়েছে ডিজিটাল মাধ্যমে নারী সুরক্ষা এবং সোশ্যাল ও অনলাইন নিউজের অপব্যবহার রোখার বিষয়টিকে ৷ নয়া তথ্য প্রযুক্তি আইন মেনে চলার নির্দেশ দিয়ে সম্প্রতি কেন্দ্রের তরফে টুইটার কর্তৃপক্ষকে চূড়ান্ত নোটিস ধরানো হয়েছে ৷

টুইটারকে লেখা কেন্দ্রের এই চিঠিতে সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে টুইটারকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও লক্ষ্য করা গিয়েছে যে, কর্তৃপক্ষ সেই চিঠির যথাযথ ব্যাখ্যা দিতে পারেনি ৷ বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সাইবার আইন বিভাগের গ্রুপ কো-অর্ডিনেটর রাকেশ মহেশ্বরী টুইটার কর্তৃপক্ষকে লেখা চিঠিতে এমনটাই জানিয়েছেন ৷

আরও পড়ুন :প্রয়োজন ফুরিয়েছে, তাই টুইটারকে ছুড়ে ফেলতে চাইছে বিজেপি : সামনা

বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে নয়া আইটি আইন নিয়ে একাধিক চিঠি এবং যোগাযোগের পর টুইটারের তরফে আশ্বস্ত করা হয়েছিল যে, তারা নয়া নিয়ম মেনে চলবে ৷ এ নিয়ে টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, টুইটার ভারতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ৷ সেই সঙ্গে টুইটার ইন্ডিয়া ভারত সরকারের নয়া তথ্য প্রযুক্তি আইন মেনেই চলবে ৷ তবু তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এই আইন সম্পর্কে টুইটার কর্তৃপক্ষের বক্তব্য জানতে তাদের 18 জুন ডেকে পাঠিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details