নয়াদিল্লি, 3 জুলাই: ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনার জন্য বৈঠক শুরু হল সংসদে ৷ সোমবার সংসদের আইন ও বিচারব্যবস্থার স্ট্যান্ডিং কমিটি এই নিয়ে বৈঠকে বসেছে । বৈঠকের আগে সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন যে, "দেশের সমস্ত মানুষকে একত্রিত করে একটি আইন তৈরি করা উচিত ৷ এটা সময়ের প্রয়োজন ৷ সুপ্রিম কোর্টও এর সমর্থনে অনেক রায় দিয়েছে ৷"
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে, বিজেপি ইউসিসি-র জন্য বিভিন্ন দলের সমর্থন পাবে । তাঁর কথায়, "রাজ্যসভায় আমাদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং আমি মনে করি অন্যান্য দলের অনেক নেতা আছেন, যাঁরা চান যে দেশ একত্রিত হোক । আমি মনে করি, অনেক দল অভিন্ন দেওয়ানি বিধিতে বিজেপিকে সমর্থন করবে । এর জন্য আমরা ক্রস-পার্টি সমর্থন পাব ।"
আরও পড়ুন:একই দেশে কি দু’টি আইন থাকতে পারে, ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর