নয়াদিল্লি, 19 মে : কেন্দ্রীয় সরকার সংসদের শীতকালীন অধিবেশনে ডিসেম্বরে 'মেডিয়েশন বিল, 2021' রাজ্যসভায় পেশ করেছিল ৷ তা নিয়ে আজ আলোচনায় বসবে সংসদীয় কমিটি ৷ বৃহস্পতিবার এই বৈঠকে কীভাবে আরও সুবিধাজনক উপায়ে মধ্যস্থতা করে সমস্যা মেটানো যায়, বিশেষত প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে তা নিয়ে কথাবার্তা হবে (Parliamentary panel to hold meeting on Mediation Bill 2021 consideration) ৷
বিলটির উদ্দেশ্য গোষ্ঠীর মধ্যে সমঝোতাকে আরও জনপ্রিয় করা, অনলাইন মাধ্যমে মেডিয়েশনের প্রচার এবং এর জন্য খুব বেশি অর্থ যাতে দিতে না হয় ৷ জনগণের মতামত এবং পরামর্শ পাওয়ার জন্য 2021-এর 5 নভেম্বর আইন এবং বিচার 'মন্ত্রক মেডিয়েশন বিল, 2021'-এর খসড়া প্রকাশ করেন ৷ রাষ্ট্রসঙ্ঘের 'কনভেনশন অন ইন্টারন্যাশনাল সেটলমেন্ট এগ্রিমেন্টস রেজাল্টিং ফ্রম মেডিয়েশন', যার আরেক নাম 'সিঙ্গাপুর কনভেনশন'-এ স্বাক্ষর করতে চলেছে খুব শিগগিরি ৷