নয়াদিল্লি, 18 জুন : টুইটার-তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিতর্ক মেটাতে আজ মধ্যস্থতায় বসছেন কংগ্রেস সাংসদ শশী থারুরে নেতৃত্বে সংসদের স্ট্যান্ডিং কমিটি ৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতে টুইটারের প্রতিনিধিরা আর তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা ৷ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ অভিযোগ করেছেন, বারেবারে সুযোগ দিলেও টুইটার 25 মে থেকে কার্যকরী হওয়া নতুন নীতিগুলিকে ইচ্ছাকৃত অবজ্ঞা করেছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে ভারতে আইনি রক্ষাকবচ হারিয়েছে জনপ্রিয় এই মার্কিন সংস্থা ৷
আরও পড়ুন : Twitter Controversy : ভারত সরকার টুইটারকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়, দাবি রবিশঙ্করের