পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ সংসদীয় কমিটির মুখোমুখি টুইটার আর তথ্যপ্রযুক্তি মন্ত্রক - টুইটার

একদিকে সরকারের আইনি রক্ষাকবচ হারিয়েছে টুইটার, অন্যদিকে সরকার টুইটারকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বলেও মন্তব্য করেছেন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ৷ আজ বিরোধ মেটাতে মাঠে নামছেন শশী থারুরের নেতৃত্বে সংসদীয় কমিটি৷

শশী থারুর
শশী থারুর

By

Published : Jun 18, 2021, 4:02 PM IST

নয়াদিল্লি, 18 জুন : টুইটার-তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিতর্ক মেটাতে আজ মধ্যস্থতায় বসছেন কংগ্রেস সাংসদ শশী থারুরে নেতৃত্বে সংসদের স্ট্যান্ডিং কমিটি ৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতে টুইটারের প্রতিনিধিরা আর তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা ৷ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ অভিযোগ করেছেন, বারেবারে সুযোগ দিলেও টুইটার 25 মে থেকে কার্যকরী হওয়া নতুন নীতিগুলিকে ইচ্ছাকৃত অবজ্ঞা করেছে ৷ সরকারের তরফে জানানো হয়েছে ভারতে আইনি রক্ষাকবচ হারিয়েছে জনপ্রিয় এই মার্কিন সংস্থা ৷

আরও পড়ুন : Twitter Controversy : ভারত সরকার টুইটারকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয়, দাবি রবিশঙ্করের

সোশ্যাল মিডিয়ায় নাগরিকের নিরাপত্তার অধিকার, সংবাদমাধ্যম সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে অনেক সময়, কী ভাবে তা আটকানো যায়, বিশেষত অনলাইন মাধ্যমে দেশের মহিলারা কতটা নিরাপদ, এই বিষয়গুলি নিয়ে টুইটার আর তথ্যপ্রযুক্তি মন্ত্রক, দুই বিরোধী পক্ষের মতামত জানবেন শশী থারুরের নেতৃত্বে এই প্যানেল ৷

5 জুন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক মুসলিম বৃদ্ধের সাম্প্রদায়িক ভাবাবেগে আঘাত লাগা নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয় টুইটারে ৷ এই ভিডিয়ো সরিয়ে দেওয়া উচিত ছিল বলে অভিযোগ করে এফআইআর করেছে যোগী-রাজ্যের পুলিশ ৷ গত মাসেও কংগ্রেস টুলকিট নিয়ে মনীশ মাহেশ্বরীকে জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details