নয়াদিল্লি, 12 নভেম্বর: ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session Commence from December 1st Week) শুরু হতে পারে ৷ চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত ৷ সংবাদ সংস্থা আইএএনএস-কে এমনটাই জানিয়েছেন সংসদের একটি সূত্র ৷ জানা গিয়েছে, 7 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশন করার প্রস্তাব পেশ করা হয়েছে ৷ তবে, এ নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রিসভার কমিটি (Cabinet Committee on Parliamentary Affairs) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷
প্রসঙ্গত, সাধারণভাবে সংসদের শীতকালীন অধিবেশন নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হয় ৷ কিন্তু, এ বছর তা পিছিয়ে ডিসেম্বর মাসে করা হচ্ছে ৷ সংসদের পুরনো ভবনেই এই শীতকালীন অধিবেশন বসবে ৷ যেখান থেকে নতুন নির্মীয়মাণ সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’র (Central Vista) প্রতীকী উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের ৷ এই ‘সেন্ট্রাল ভিস্তা’ ভবন 1200 কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে ৷ সংবাদ সংস্থা আইএএনএস-কে ওই সূত্র জানিয়েছে, নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই নতুন ভবনের প্রতীকী উদ্বোধন করা হতে পারে ৷ বলাইবাহুল্য এই প্রজেক্টের জন্য বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে । তবু নিজেদের অবস্থান থেকে সরে আসেনি কেন্দ্রীয় সরকার ।