সোনিপত (হরিয়ানা), 27 নভেম্বর : হরিয়ানা-দিল্লি সিংঘু সীমানায় কৃষক আন্দোলনের ভূমিকা নিয়ে বৈঠক করল সংযুক্ত কিষাণ মোর্চা (samyukt Kisan Morcha meeting) ৷ সেই বৈঠকে আগামী 29 নভেম্বর ট্রাক্টর নিয়ে সংসদ অভিযানের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত (Farmer Tractor March Postponed) রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি ৷ আগামী 6 ডিসেম্বর পর্যন্ত এই সংসদ অভিযানকে মুলতবি রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের নেতৃত্ব ৷ এনিয়ে আগামী 4 ডিসেম্বর ফের সংযুক্ত কিষাণ মোর্চার পরবর্তী বৈঠক হবে ৷
আজকের বৈঠকের পর কৃষক নেতারা সাংবাদিক বৈঠক (farmers meeting at Singhu border) করে জানান, তাঁরা আন্দোলন করে জিতে গিয়েছেন ৷ আজ সরকারের তরফেও কয়েকটি তথ্য তাঁদের কাছে পাঠানো হয়েছে ৷ তবে, সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছে, যতক্ষণ তাদের সব দাবি মানা না হচ্ছে, ততক্ষণ এই লড়াই চলবে ৷ এর সঙ্গে 29 নভেম্বরের সংসদে ট্রাক্টর অভিযান আপাতত হবে না (Farmer Tractor March Postponed) ৷ তবে, নিজেদের বাকি দাবি দাওয়া নিয়ে এখনও অনড় সংযুক্ত কিষাণ মোর্চা ৷ তাঁরা জানিয়ে দিয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য আইনের দাবি, শহিদ কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্য়, দেশের সব কৃষকদের উপর থাকা মামলা প্রত্যাহার এবং লখিমপুর খেরির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কৃষকদের এই যৌথ মঞ্চ আন্দোলন চালিয়ে যাবে ৷ সেই সঙ্গে খড় এবং বিদ্যুৎ আইন প্রত্য়াহারের বিষয়টিও তুলে ধরেন কৃষক নেতারা ৷