নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: সংসদের উভয় কক্ষের (লোকসভা ও রাজ্যসভা) বিশেষ অধিবেশন আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ৷ শনিবার রাতেই সংসদের বিশেষ অধিবেশনের ক্ষেত্রে অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ উল্লেখযোগ্যভাবে, প্রশ্নোত্তর, জিরো আওয়ার এবং প্রাইভেট মেম্বার বিল ছাড়াই অনুষ্ঠিত হবে এই বিশেষ অধিবেশন ৷ এদিন এমনটাই লোকসভা এবং রাজ্যসভা সচিবালয়ের তরফে জানানো হয়েছে।
সংসদের সচিবালয় সূত্রে খবর, অধিবেশনে মোট পাঁচটি বৈঠক হবে ৷ সদস্যদের অস্থায়ী ক্যালেন্ডার সম্পর্কে আলাদাভাবে অবহিত করা হবে ৷ অর্থাৎ বিজনেস অ্যাডভাইসরি মিটিং ছাড়াই বসতে চলেছে অধিবেশন তা একরকম স্পষ্ট ৷ সুতরাং পাঁচ দিনের এই অধিবেশনের আলোচ্য বিষয়বস্তু সম্পর্কেও সাংসদদের আগেভাগে কিছু জানানো হবে না বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ লোকসভা সচিবালয় এদিন এক বিবৃতিতে জানিয়েছে, "সংসদ সদস্যদের জানানো হচ্ছে যে, সপ্তদশ লোকসভার ত্রয়োদশ অধিবেশন সোমবার 18 সেপ্টেম্বর 2023-এ শুরু হবে ৷" অন্যদিকে রাজ্যসভা সচিবালয়ের তরফে জানানো হয়েছে, "সদস্যদের জানানো হচ্ছে যে, রাজ্যসভার দুইশত ষাট প্রথম অধিবেশন সোমবার 18 সেপ্টেম্বর শুরু হবে ৷"
বৃহস্পতিবারই কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী 18 সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য সংসদের 'বিশেষ অধিবেশন'-এর কথা প্রকাশ্যে জানিয়েছিলেন ৷ কিন্তু কী কারণে আচমকা এই বিশেষ অধিবেশ ডাকা হচ্ছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন মন্ত্রী ৷ আর এজেন্ডা লোকানোর জেরে সংসদের বিশেষ অধিবেশন নিয়ে জল্পনাও শুরু হয়েছে ৷ প্রহ্লাদ জোশী অবশ্য দাবি করেছিলেন, "অমৃত কালের মধ্যে সংসদে ফলপ্রসূ আলোচনা ও বিতর্কের জন্য আমরা সকলেই উন্মুখ ৷"