পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন এমন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন মনোরঞ্জন, কোনও উত্তর নেই বাবা দেবরাজুর কাছে - অনুপ্রবেশকারী

Parliament Security Breach: বুধবার সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে । অনুপ্রবেশকারী কে এবং এই কাজের পিছনে তার উদ্দেশ্য কী ছিলল তা জানতে ইটিভি ভারত তাঁদের একজনের বাবার সঙ্গে কথা বলেছে ।

Parliament Security Breach
Parliament Security Breach

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 7:23 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার প্রতিবাদ করলেন ডি দেবরাজু গৌড়া ৷ বুধবার লোকসভার ভিতরে ঢুকে যে দু’জন হামলা চালিয়েছে, সেই দু’জনের একজন ডি মনোরঞ্জন ৷ দেবরাজু মনোরঞ্জনের বাবা ৷ তিনি এই ঘটনার প্রতিবাদ করলেও জানিয়েছেন যে তাঁর ছেলে নির্দোষ ৷

ইটিভি ভারতকে তিনি বলেন, "আমাদের পরিবার কৃষক পরিবার ৷ সংসদে যা কিছু ঘটেছে আমি তার নিন্দা জানাই । আমার ছেলে একজন বিই ইঞ্জিনিয়র । সে একজন ভালো মানুষ এবং তার কোনও খারাপ অভ্যাস নেই । সে সবসময় সমাজের জন্য ভালো করতে চায়...আমরা জানি না কীভাবে সে এটা করল । আমাদের কাছে কোনও তথ্য নেই ৷"

উল্লেখ্য, বুধবার দুপুর 1টা নাগাদ এক যুবক লোকসভার গ্য়ালারি থেকে অধিবেশন কক্ষের মধ্যে লাফ দেন ৷ অন্যদিকে গ্যালারি থেকে একজন হলুদ রংয়ের গ্যাস ছড়িয়ে দেন ৷ পরে জানা যায় এই দু’জনের মধ্যে একজন সাগর শর্মা ও দ্বিতীয় জন ডি মনোরঞ্জন ৷ সাগর শর্মার বাবার নাম শঙ্করলাল শর্মা ও মনোরঞ্জনের বাবার নাম ডি দেবরাজু গৌড়া ৷

এই ঘটনা যখন ভিতরে হচ্ছে, সেই সময় সংসদ ভবন চত্বরের মধ্যে থাকা পরিবহণ ভবনের সামনে দু’জন বিক্ষোভ দেখান ৷ তাঁদের হাতেও একই ধরনের গ্য়াসের ক্যান ছিল ৷ তাঁদের পুলিশ আটক করে নিয়ে যায় ৷ তাঁদের একজনের নাম অমল শিন্ডে ৷ তিনি মহারাষ্ট্রের লাতুরের বাসিন্দা৷ দ্বিতীয়জন নীলম ৷ বছর 42-এর নীলম হরিয়ানার হিসারের বাসিন্দা ৷ তাঁকে স্লোগানও দিতে দেখা যায় ৷ হিন্দিতে তিনি বলছিলেন, তানাশাহী নেহি চলেগি৷ যার বাংলা অর্থ একনায়কতন্ত্র চলবে না ৷ এছাড়া তিনি ‘জয় ভীম, জয় ভারত’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দেন ৷

2001 সালে এমন একটি 13 ডিসেম্বর সংসদে জঙ্গি হামলা হয়েছিল ৷ ন’জন নিহতও হন ৷ সেই ঘটনার 22 বছর পূর্তির দিনই এই ঘটনা সারা দেশে হইচই ফেলে দিয়েছে ৷ ঘটনার পরই সংসদ ভবন চত্বরে যান দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা ৷ তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ সংসদের নিরাপত্তা এ দিন বৃদ্ধিও করা হয় ৷ পুরো ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল-কে৷ ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন ৷

আরও পড়ুন:

  1. 'নিরাপত্তায় গুরুতর গলদ, তবে 2001 হামলার সঙ্গে তুলনা চলে না !' সংসদে অনুপ্রবেশ নিয়ে মত বিশেষজ্ঞদের
  2. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই
  3. আচমকা গুলির শব্দ ! জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের লড়াই, ফিরে দেখা সংসদে জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতি

ABOUT THE AUTHOR

...view details