দিল্লি, 13 ফেব্রুয়ারি: ভারত-চিন সীমান্তবর্তী পূর্ব লাদাখের গালওয়ান উপত্য়কা এবং প্য়াংগং হ্রদ সংলগ্ন এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য়রা৷ যদিও সেই কর্মসূচিতে সম্ভবত থাকছেন না কমিটির অন্যতম সদস্য রাহুল গান্ধি৷ সূত্রের খবর, গালওয়ানে যাওয়ার আগে কেন্দ্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাইতে পারে কমিটি৷
প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির মোট সদস্য়সংখ্য়া 30৷ নেতৃত্বে রয়েছে প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওমর৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও এই কমিটির অন্য়তম সদস্য়৷ সূত্রের খবর, আগামী মে মাসের শেষ সপ্তাহ অথবা জুনেই গালওয়ান সফরে যাবেন কমিটির প্রতিনিধিরা৷