নয়াদিল্লি, 1 জুলাই: শেষবারের জন্য পুরনো সংসদের পুরনো ভবনে বসতে চলেছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ শনিবার সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, এবার সংসদের বাদল অধিবেশন 20 জুলাই শুরু হবে ও 11 অগস্ট পর্যন্ত চলবে ৷ সরকারি তরফে জানানো না হলেও সূত্র মারফত জানা গিয়েছে, পুরনো ভবনেই সংসদের অধিবেশন শুরু হবে ৷ তবে মাঝপথে তা সরে যাবে নয়া ভবনে ৷ আর এই অধিবেশনেই পেশ করা হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল ৷ ফলে এই অধিবেশনও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
সেই আশঙ্কা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও করা হচ্ছে ৷ তাই তাদের তরফে আগেই বিরোধীদের কাছে অধিবেশন সুষ্ঠুভাবে চলতে দেওয়ার আবেদন জানানো হয়েছে ৷ এদিন বাদল অধিবেশন শুরুর যে টুইট করেছেন প্রহ্লাদ যোশী, সেই টুইটেই তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন ৷ 23 দিন সময়ের মধ্যে 17 দিন অধিবেশন বসার কথা, তার মধ্যে ঠিক কতদিন তা চলে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷