নয়াদিল্লি, 20 মার্চ: সংসদে সপ্তাহের প্রথমদিন বাজেট সেশনে হট্টগোল ৷ আদানি ইস্যুতে বিরোধীদের তদন্তের দাবিতে উত্তাল হল সংসদের দুই কক্ষ ৷ দফায় দফায় মুলতুবি হল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ শেষমেশ দিনের মতো দুই কক্ষের অধিবেশন স্থগিত করে দেওয়া হয় (Lok Sabha and Rajya Sabha Adjourn for The Day) ৷ এদিন অধিবেশনে বিরোধীরা আদানিদের বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি তোলে ৷ আর এই নিয়ে দ্বিতীয় দফার বাজেট অধিবেশনে আজকেও তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় সংসদে ৷ ফলে কোনওরকম সংসদীয় প্রক্রিয়া এদিন কার্যকর করা সম্ভব হয়নি ৷
মূলত, দু’টো ইস্যুতে সোমবার উত্তাল হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ প্রথমটি আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা শেয়ারবাজারে বেনিয়ম করার অভিযোগে যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি ৷ বিরোধীরা নিজেদের দাবিতে শুরু থেকে অনড় রয়েছে ৷ আর দ্বিতীয় কারণ, এনডিএ জোটের তরফে রাহুল গান্ধিকে নিশানা ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুলের ‘বিপদের মুখে গণতন্ত্র’ মন্তব্যের জন্য রাহুল গান্ধিকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে আজও শোরগোল হয় লোকসভা ও রাজ্যসভায় ৷
প্রথম দফায় বেলা 2টো পর্যন্ত দুই কক্ষের অধিবেশন স্থগিত করে দেওয়া হয় ৷ 2টো'র পর অধিবেশন শুরু হয় ৷ কিন্তু, আদানি ইস্যুতে বিরোধীরা এবং রাহুল গান্ধিকে নিয়ে বিজেপি ফের হট্টগোল শুরু করে সংসদের দুই কক্ষে ৷ অধ্যক্ষের শত অনুরোধেও কোনওপক্ষই শান্ত হয় না ৷ পরবর্তীতে এদিনের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷