নয়াদিল্লি, 24 জানুয়ারি: গত বছরের ডিসেম্বরে প্যারিস থেকে নয়াদিল্লিতে আসা ফ্লাইটে যাত্রীদের অসংযত আচরণের দু’টি ঘটনা সম্বন্ধে রিপোর্ট না করার জন্য মঙ্গলবার বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করেছে ৷ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার যাত্রীদের খারাপ আচরণের বিষয়ে না জানানোর জন্য ডিজিসিএ-র জরিমানার মুখে পড়তে হল সংশ্লিষ্ট বিমান সংস্থাকে ৷
এই নিয়ে মঙ্গলবার ডিজিসিএ-র তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে তারা জানিয়েছে যে 2022 এর 6 ডিসেম্বর এআই-142 ফ্লাইট প্যারিস থেকে নয়াদিল্লি আসার সময় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে । অথচ চলতি জানুয়ারিতেই তাদের নজরে আসে বিষয়টি ৷ ডিজিসিএ-র দেওয়া বিবৃতি অনুযায়ী, এয়ার ইন্ডিয়া (Air India) তাদের জানিয়েছে যে তাদের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করায়, তারা বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে দেরি করেছে ৷ যা ডিজিসিএ-র তৈরি করা নিয়মের লঙ্ঘন ৷ সেই কারণেই এয়ার ইন্ডিয়াকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে (DGCA slaps Rs 10 lakh fine on Air India) ৷
ডিজিসিএ আরও জানিয়েছে যে তাদের কাছে আসা অভিযোগ অনুযায়ী, একটি ঘটনায় মত্ত অবস্থায় এক যাত্রী শৌচাগারে ধূমপান করেছেন ৷ বিমানের কর্মীদের কথাও তিনি শোনেননি ৷ তাছাড়া অন্য একটি ঘটনায় এক মহিলা যাত্রীর খালি আসনে শৌচাগারের যাওয়ার পথে অন্য এক যাত্রী প্রস্রাব করে দেন ৷