নয়াদিল্লি, 4 জানুয়ারি: প্যারিসের উদ্দেশ্যে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Paris-bound Air India Flight) । কিন্তু টেক-অফের পরেই বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা যায় । তারপরেই দিল্লি'তে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি (Air India flight makes emergency landing) । জানা গিয়েছে, বিমানে থাকা 210 জন যাত্রীই সুরক্ষিত রয়েছেন ।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর (Directorate General of Civil Aviation) এক কর্তা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমান বি787-800 (B787-800) এয়ারক্যাফ্ট VT-AND চালিত বিমান এআই143 দিল্লি থেকে প্যারিস যাচ্ছিল । টেক-অফের প্রায় 35 মিনিট পর পাইলট বিপদ সংকেত পান । তারপরেই তিনি তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে আনেন ।
এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, মোট 210 জন যাত্রী নিয়ে নয়া দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি । বুধবার বেলা 1.28 মিনিটে টেক-অফ করে বিমানটি । 2.03 মিনিটে এমারজেন্সি ডিক্লেয়ার করা হয় । চালকের কাছে জরুরি ভিত্তিতে বার্তা যাওয়ার পরেই তিনি বিমানবন্দরে যোগাযোগ করে বিমানটি ফিরিয়ে আনতে তৎপর হন । শেষ পর্যন্ত 2.25 মিনিট নাগাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি (Flight makes emergency landing in Delhi)।