পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাদক কেনার টাকা নেই, সন্তানদের বিক্রি করে গ্রেফতার বাবা-মা - Children Sold

Children Sold by Parents: দুজনেই পুরোপুরি মাদকাসক্ত ৷ মাদক কেনার টাকা না থাকায় দুই সন্তানকে বিক্রি করে গ্রেফতার বাবা-মা ৷ মুম্বইয়ের আন্ধেরির ঘটনা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 10:50 PM IST

মুম্বই, 24 নভেম্বর: ড্রাগ কেনার টাকা নেই ৷ তার জন্য নিজের দুই সন্তানকে বিক্রি করলেন বাবা-মা ৷ 2 বছরের ছেলেকে 60 হাজার ও সদ্যোজাত মেয়েকে 14 হাজারে বিক্রি করার এই ঘটনায় গ্রেফতার তিনজন ৷ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আন্ধেরি এলাকার পশ্চিম শহরতলিতে ৷ এই বিষয়ে বুধবার রাতে ডিএন নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজ তিলক রওশন জানিয়েছেন, মেয়েটির সন্ধান পাওয়া গিয়েছে ৷ কিন্তু 2 বছর আগে বিক্রি হওয়া ছেলেটির খোঁজ চলছে ৷

এই ঘটনার কথা ফাঁস করেছেন অভিযুক্তের আত্মীয়রা ৷ ড্রাগের জন্য বাচ্চা বিক্রির এই অভিযোগের পর সাব্বির সামশের খান, সানিয়া সাব্বির খান, উষা রাঠোর, ও শাকিল মাকরানির বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷ এই ঘটনার তদন্ত করছেন 9 নং সেলের ইনচার্জ দয়া নায়ক ৷ অভিযোগকারী মহিলা বান্দ্রা এলাকায় থাকেন ৷ অভিযুক্ত বাবা সাব্বির মহিলার ভাই ৷ সানিয়া সাব্বিরের স্ত্রী ৷ তারা দুজনেই পুরোপুরি মাদকাসক্ত ৷ এর জন্য তারা মারামারিও করত ৷ তাই সাব্বির ও সানিয়া অভিযোগকারী ননদের বাড়ি ছেড়ে সানিয়ার বাড়িতে অর্থাৎ ভারসোভায় মাহেরিতে থাকতে যান ৷

অভিযোগকারী ননদ জানিয়েছেন, সাব্বির ও সানিয়ার দুটি সন্তান ছিল ৷ চার বছরের সুবহান এবং দুই বছরের হোসেন । প্রবল অর্থাভাবের জন্য টাকা চাইতে গত ৫ অক্টোবর সাব্বির ও সানিয়া দুজনেই বান্দ্রায় ননদের বাড়িতে আসেন ৷ তবে সেই সময় শিশু হোসেন ও নবজাতক মেয়েকে সেখানে দেখা যায়নি ৷ অভিযোগকারী ননদ বারবার তাদের দুজনকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা অস্পষ্ট উত্তর দেয় ৷ গভীর জিজ্ঞাসাবাদে জানা যায়, ছেলে হোসেনকে প্রায় দেড় বছর আগে বিক্রি করে দেওয়া হয় এবং জন্মের সময় নবজাতক মেয়েটিকে ৷

তদন্তের পর জানা যায়, ছেলে হুসেনকে তার বড় বোন ঊষা রাঠোরের সহায়তায় আন্ধেরি এলাকার এক অজ্ঞাত ব্যক্তির কাছে 60 হাজার টাকায় বিক্রি করা হয়েছে । উষা রাঠোরকে দশ হাজার টাকা কমিশন দেওয়া হয়েছে এর জন্য । জানা গিয়েছে যে, নবজাতক মেয়েটিকে ডিএন নগরের ডোঙ্গার এলাকার বাসিন্দা শাকিল মাকরানির কাছে 14 হাজার টাকায় বিক্রি করা হয় । অভিযোগকারী ননদ ডিএন নগর থানায় তার ভাই সাব্বির সামশের খান এবং ভাইয়ের বউ সানিয়া খানের পাশাপাশি উষা রাঠোর এবং শাকিল মাকরানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । এরপর সাব্বির ও সানিয়ার পাশাপাশি মাকরানিকেও গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশের ডেপুটি কমিশনার রাজ তিলক রওশন জানিয়েছেন, অভিযুক্ত ঊষা রাঠোরকে খুঁজছে পুলিশ ।

আরও পড়ুন :

1 চার মেয়ের বাবার কাছে 10 হাজার টাকায় শিশু বিক্রি করল চোর ! গ্রেফতার চোর ও বাবা

2পরকীয়ায় সন্তানের জন্ম, সদ্যোজাতকে বিক্রির অভিযোগে গ্রেফতার মা-সহ 4

ABOUT THE AUTHOR

...view details