পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Last Ride of Rajouri Martyr: 'বাবা তুমি ফিরে এসো, আর কিছু চাই না', কফিনের সামনে শহিদ কন্যার বুকফাটা কান্না - জম্মু কাশ্মীরে শহিদ জওয়ান

শুক্রবার রাজৌরিতে জঙ্গি হামলায় প্রাণ হারান 5 সেনা জওয়ান ৷ তাঁদের মধ্যে ছিলেন ভারতীয় সেনার প্যারাট্রুপার নীলম সিং ৷ শন্বার তাঁর কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পরে তাঁর 10 বছরের মেয়ে ৷

Etv Bharat
শহিদ কন্যার বুকফাটা কান্না

By

Published : May 6, 2023, 8:18 PM IST

Updated : May 6, 2023, 11:00 PM IST

দলপত (জম্মু-কাশ্মীর), 6 মে:অঝরে কেঁদে চলেছে বছর দশেকের এক মেয়ে ৷ তার দু'চোখ দিয়ে গাল বেয়ে নেমে আসছে অশ্রুধারা ৷ কান্নার চোটে মাঝে মাঝেই বুঝে আসছে খুদের গলা, তবুও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে সে ৷ তার সেই বুকফাটা কান্নার দমকে যেন পাষাণেও প্রাণ আসে, চোখেও জল আসে ! শনিবার এমনই দৃশ্য ধরা পড়েছে জম্মু-কাশ্মীরের দলপত-চক কৃপালপুর গ্রামে ৷ এখানেই বাড়ি শুক্রবার রাজৌরিতে জঙ্গি হানায় প্রাণ হারানো ভারতীয় সেনার প্যারাট্রুপার নীলম সিংয়ের ৷

এদিন তাঁর গ্রামে নিয়ে যাওয়া হয় শহিদ নীলম সিংয়ের মরদেহ ৷ চোখের সামনে বাবার কফিনবন্দি দেহ দেখে কেঁদে ওঠে শহিদের 10 বছরের মেয়ে পাওয়ানা চিব ৷ এক নাগারে কেঁদে চলেছে সে ৷ আর বলে চলেছে, "বাবা তুমি খুব খারাপ ৷ কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে ! তুমি কেন উঠছো না বাবা, আমি আর কিছু চাই না, তুমি ফিরে এসো বাবা ৷" কফিনবন্দি বাবার নশ্বর দেহের সামনে একনাগারে এই কথা গুলি বলে চলেছে আর কেঁদে চলেছে সদ্য পিতৃহারা এক বালিকা ৷ এই দৃশ্যই যথেষ্ট যে কোনও সংবেদনশীল মানুষের চোখে জল আনার জন্য ৷ কাঁদছে পাওয়ানা, তার সঙ্গে কেঁদে চলেছে ঘোটা গ্রাম ও শহিদ নীলম সিংয়ের পরিবার ৷ শনিবার দুপুরে এমনই দৃশ্যের সাক্ষী থাকল উপত্যকার এই ছোট্ট গ্রাম ৷

স্বামীর নিথর দেহের সামনে গিয়ে তাঁর মুখ দু'হাতে আগলে এদিন কান্নায় ভেঙে পড়েন নীলম সিংয়ের স্ত্রী বন্দনা ৷ বাবার এই চলে যাওয়া ধাক্কা দিয়েছে তাঁর সাত বছরের ছেলে অঙ্কিতকেও ৷ শুক্রবার রম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার কান্দি এলাকায় জঙ্গল ঘেরা এলাকায় সন্ত্রাস দমন অভিযান চলাকালীন জঙ্গি হামলায় প্রাণ হারান ভারতীয় সেনার পাঁচ জওয়ান ৷ তাঁদের মধ্যে ছিলেন নীলম সিংও ৷ এদিন তেরঙায় মোড়া কফিনে তাঁর দেহ পৌঁছয় গ্রামের বাড়িতে ৷ বীর এই জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন গোটা গ্রাম ভেঙে পড়ে তাঁর বাড়ির সামনে ৷' নীলম সিং অমর রহে' স্লোগানও দেন তাঁরা ৷ ওঠে 'জয় শহিদ, জয় হিন্দ, জয় জওয়ান' স্লোগান ৷

আরও পড়ুন: নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজৌরিতে রাজনাথ

এদিন জম্মুতে বায়ু সেনা ঘাঁটিতে শহিদদের শেষ শ্রদ্ধা জানান পুলিশ, প্রশাসন ও সেনা বাহিনীর আধিকারিকরা ৷ নীলমের বাবা হুরদেব সিং চিব জানিয়েছেন, তিনি তিনি তাঁর ছেলের জন্য গর্বিত ৷ দেশের জন্য জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষে তাঁর ছেলে প্রাণ হারিয়েছে এটা গর্বের ৷ শহিদ এই সেনার বাবা জানিয়েছেন, নীলম ছোট থেকেই একজন সেনা জওয়ান হতে চাইত ৷

Last Updated : May 6, 2023, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details