হায়দরাবাদ, 20 অগস্ট : উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবে (Vikas Dubey)-র এনকাউন্টারের ঘটনায় পুলিশকে ক্লিন চিট দিল তিন সদস্যের বিচারবিভাগীয় কমিশন ৷ এই কমিটি গত বছর উজ্জয়ীনিতে পুলিশের সঙ্গে হওয়া সংঘর্ষে মৃত বিকাশ দুবের মৃত্যুর তদন্ত করছিল ৷ তবে, গ্যাংস্টার বিকাশ দুবে এবং তার দলকে মদত দেওয়ার অভিযোগে স্থানীয় পুলিশ প্রশাসন, রাজস্ব এবং প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে তিন সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিটি ৷ যে কমিটি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে কাজ করছিল ৷ এই কমিটি বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভায় তাদের তদন্তের রিপোর্ট পেশ করেছে ৷
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি এস চৌহ্বান, এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শশীকান্ত আগরওয়াল এবং উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন ডিজি কে এল গুপ্তাকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল ৷ প্রসঙ্গত, কানপুর থেকে গ্যাংস্টার বিকাশ দুবেকে লখনউ নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ পুলিশ তার রিপোর্ট উল্লেখ করেছিল, দুবে পুলিশের সঙ্গে গাড়িতে হাতাহাতি শুরু করেছিল ৷ যার জেরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ৷ এর পরেই বিকাশ দুবে এক পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করে ৷ তখনই আত্মরক্ষার স্বার্থে দুবেকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ এবং গ্যাংস্টারের সেখানে মৃত্যু হয় ৷
তবে, পুলিশের এই রিপোর্ট নিয়ে হইচই শুরু হয়ে যায় ৷ বিরোধী রাজনৈতিক দলের তরফে অভিযোগ করা হয়, বিকাশ দুবে যাতে আদালতে মুখ খুলতে না পারে, তার জন্য ভুয়ো এনকাউন্টার করে তাকে মেরে ফেলা হয়েছে ৷ যা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের হয় ৷ যার পরেই আদালতের তরফে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয় ৷ যে কমিটি গতকাল উত্তরপ্রদেশ বিধানসভায় তাদের রিপোর্ট পেশ করেছে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘পুলিশ আত্মরক্ষার্থে বিকাশ দুবের উপর গুলি চালিয়েছিল ৷ যার ফলে বিকাশ দুবের মৃত্যু হয় ৷ এছাড়াও, যে পুলিশকর্মী আহত হয়েছিলেন, তিনি নিজেকে আহত করেননি বা সেটি সাজানো ছিল না ৷’’
আরও পড়ুন : গ্রেপ্তারের আগে মহাকাল মন্দিরে বিকাশ দুবে, CCTV ফুটেজ