নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: কেওয়াইসির প্রক্রিয়া আরও সরল হচ্ছে । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার বাজেট ভাষণে জানিয়ে দিলেন, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) নির্দিষ্ট সরকারি সংস্থাগুলির সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য সাধারণ পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে (Permanent Account Number) ।
ওয়াকিবহাল মহলের অভিমত, এই পদক্ষেপটি দেশে ব্যবসা করার পদ্ধতি আরও সরলীকৃত করতে সহায়তা করবে (PAN will be used for common identifier for all digital systems) । এতদিন বেশ কয়েকটি ক্ষেত্রে প্যান কার্ড ব্যবহার করা যেত না । এবার থেকে সেই সব ক্ষেত্রেও প্যানের ব্যবহার হবে ।
আরও পড়ুন: মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য একগুচ্ছ ঘোষণা, মধ্যবিত্তের মন ছোঁয়ার চেষ্টা নির্মলার
প্যান (Permanent Account Number) হল 10-সংখ্যার একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর । নির্মলা এদিন জানিয়েছেন, এবার এটিকে একটি সাধারণ ব্যবসায়ীদের পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা হবে । প্যান যেকোনও ব্যক্তিকে আয়কর বিভাগের ছাতার তলায় রাখে । একই সঙ্গে বিভিন্ন সরকারি সংস্থার কাছে একই তথ্য আলাদাভাবে জমা দেওয়ার প্রয়োজনও হবে না । 'ইউনিফায়েড ফাইলিং প্রসেস'-এর একটি সিস্টেম স্থাপন করা হবে ।
অর্থমন্ত্রী বলেন, "একটি সাধারণ পোর্টালে সরলীকৃত ফর্মে তথ্যের এই ধরনের ফাইলিং বা রিটার্ন ফাইলারের পছন্দ অনুযায়ী অন্যান্য সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়া হবে । সরকার শীঘ্রই একটি জাতীয় তথ্য নিয়ন্ত্রণ নীতি আনবে । যা পৃথক তথ্য পোর্টালে আপডেট করার সময় কেওয়াইসি প্রক্রিয়াটিকে আরও সহজ করবে ।
আরও পড়ুন: মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য একগুচ্ছ ঘোষণা, মধ্যবিত্তের মন ছোঁয়ার চেষ্টা নির্মলার
তিনি আরও বলেন, "যদি এমএসএমইগুলি চুক্তি সম্পাদন করতে ব্যর্থ হয় তবে 95 শতাংশ পারফরম্যান্স সিকিউরিটি ছোট ব্যবসায় ফিরিয়ে দেওয়া হবে । 'বিবাদ সে বিশ্বাস' স্কিম ট্যাক্সের 100 শতাংশ এবং বিতর্কিত জরিমানা বা সুদ বা ফি-এর 25 শতাংশ প্রদানের ক্ষেত্রে একটি মূল্যায়ন বা সম্পর্কিত বিতর্কিত কর, সুদ, জরিমানা বা ফি নিষ্পত্তির ব্যবস্থা করে । একই সঙ্গে অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন, নীতি আয়োগের রাজ্য সহায়তা মিশন তিন বছরের জন্য জারি থাকবে ।