কলকাতা 7 ডিসেম্বর :একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি যুবনেত্রীর কাছে মাদক উদ্ধার হওয়ার ঘটনা রীতিমত শোরগোল ফেলে দিয়েছিল বাংলার রাজনীতিতে ৷ সেই মামলায় কিছুদিন আগেই জামিন পেয়েছিলেন অন্যতম মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংহ । আর এবার জামিন পেলেন আরেক বিজেপি নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami gets her bell order form the High Court in the drug case ) । ফেব্রুয়ারি মাসের 19 তারিখে আলিপুর থেকে 70 গ্রাম কোকেন-সহ পামেলা গোস্বামীকে গ্রেফতার করেছিল পুলিশ । পরদিন আলিপুর আদালতে তোলার সময় পামেলা গোস্বামী চেঁচিয়ে বলেছিলেন, তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে৷ বিজেপি নেতা রাকেশ সিংহ তাঁকে ফাঁসিয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি । তার কিছুদিন পর তদন্তে নেমে রাকেশ সিংহকেও গ্রেফতার করে পুলিশ ।
মঙ্গলবার এই রায় শোনার পর পামেলা গোস্বামীর বাবা কৌশিক গোস্বামী বলেন," আমরা প্রথম থেকেই বলে আসছিলাম পামেলা নির্দোষ । আজ তা প্রমাণিত হল, 292 দিন পর তার জামিন মিলেছে । পামেলা বলত, যে মূল দোষী সেই রাকেশ সিংহ জামিন পেয়ে গেল কিন্তু তাকে জেলে থাকতে হচ্ছে । "