নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: দিল্লির প্রগতি ময়দানের কাছে লাইনচ্যুত হল একটি লোকাল ট্রেন ৷ তবে এই ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি ৷ কিন্তু ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে । দুর্ঘটনার পর ওই শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল । তাই বাকি ট্রেনগুলিকে অন্য রুট দিয়ে গন্তব্যে পাঠানো হচ্ছে ৷ যার কারণে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে ।
জানা গিয়েছে, রবিবার সকালে পালওয়াল থেকে নয়াদিল্লি যাচ্ছিল এই লোকাল ট্রেনটি ৷ 7:55 নাগাদ নির্দিষ্ট সময়েই সেটি পালওয়াল থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয় । এই ট্রেনটির বল্লভগড়, ফরিদাবাদ, তুঘলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন, তিলক সেতু, শিবাজি সেতু হয়ে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছনোর কথা ছিল । তবে সকাল 9টা 47 মিনিটে প্রগতি ময়দানের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় । ছুটির দিন হওয়ায় ট্রেনে ভিড় কম ছিল । এর ফলে কোনও প্রাণহানি না হলেও ট্রেনের যাত্রীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন । ট্রেনের একটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা । রুট থেকে ট্রেন সরিয়ে ট্র্যাক মেরামতের কাজ করা হচ্ছে ।