পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Local Train Derailed in Delhi: দিল্লির প্রগতি ময়দানে লাইনচ্যুত লোকাল ট্রেন, ক্ষতিগ্রস্ত একটি বগি - Local Train Derailed near Pragati Maidan

Local Train Derailed near Pragati Maidan: প্রগতি ময়দানের কাছে লাইনচ্যুত পালওয়াল থেকে দিল্লিগামী একটি লোকাল ট্রেন । এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই । রবিবার সকাল 9টা 47 মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয় । এমনটাই জানিয়ছেন উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার ৷

Train Derailed in Delhi
দিল্লিতে লাইনচ্যুত লোকাল ট্রেন

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 1:41 PM IST

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: দিল্লির প্রগতি ময়দানের কাছে লাইনচ্যুত হল একটি লোকাল ট্রেন ৷ তবে এই ঘটনায় কেউ আহত বা হতাহত হয়নি ৷ কিন্তু ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে । দুর্ঘটনার পর ওই শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল । তাই বাকি ট্রেনগুলিকে অন্য রুট দিয়ে গন্তব্যে পাঠানো হচ্ছে ৷ যার কারণে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে ।

জানা গিয়েছে, রবিবার সকালে পালওয়াল থেকে নয়াদিল্লি যাচ্ছিল এই লোকাল ট্রেনটি ৷ 7:55 নাগাদ নির্দিষ্ট সময়েই সেটি পালওয়াল থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয় । এই ট্রেনটির বল্লভগড়, ফরিদাবাদ, তুঘলকাবাদ, ওখলা, হজরত নিজামুদ্দিন, তিলক সেতু, শিবাজি সেতু হয়ে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছনোর কথা ছিল । তবে সকাল 9টা 47 মিনিটে প্রগতি ময়দানের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় । ছুটির দিন হওয়ায় ট্রেনে ভিড় কম ছিল । এর ফলে কোনও প্রাণহানি না হলেও ট্রেনের যাত্রীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন । ট্রেনের একটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা । রুট থেকে ট্রেন সরিয়ে ট্র্যাক মেরামতের কাজ করা হচ্ছে ।

লোকাল ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ফলে ব্যাহত হয়েছে হজরত নিজামুদ্দিন থেকে নয়াদিল্লিগামী অন্যান্য ট্রেনের চলাচল । রেলের আধিকারিকদের সূত্রে খবর, অন্য ট্র্যাক থেকে ট্রেনগুলিকে পাঠানো হচ্ছে নয়াদিল্লিতে । তবে ট্রেনগুলো দেরি করে গন্তব্যে পৌঁছচ্ছে । এ কারণে যাত্রীরা সমস্যায় পড়েছেন ।

আরও পড়ুন:ফের লাইনচ্যুত ট্রেন! খড়্গপুরের কাছে খুঁটিতে ধাক্কা মারল লোকাল

আশংকা করা হচ্ছে ট্র্যাকের রক্ষণাবেক্ষণে গাফিলতি বেড়েছে ৷ যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে ৷ তবে দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্তের পরই জানা যাবে । উত্তর রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপক কুমার বলেন, "পালওয়াল- নয়াদিল্লি লোকাল ট্রেনের 5 নম্বর কোচ রবিবার সকাল 9:47 নাগাদ লাইনচ্যুত হয় । সব যাত্রী নিরাপদে আছেন । অন্য লাইন থেকে ট্রেন চলাচল করানো হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details