পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Child Thrown out of Cab and Mother Molested: গাড়ি থেকে শিশুকে ছুড়ে ফেলল দুষ্কৃতীরা, ঘটনাস্থলেই মৃত্যু, মা-কেও যৌন হেনস্থা! - MH Palghar police filed case against driver after Toddler dead mother claims she molested in cab

চলন্ত গাড়ি থেকে দশ মাসের শিশুকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল গাড়ি চালক ও সহযাত্রীদের বিরুদ্ধে ৷ সঙ্গে ওই শিশুর মাকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ (Child Thrown out of Cab and Mother Molested) ৷

Child Thrown out of Cab and Mother Molested
চলন্ত গাড়ি থেকে শিশুকে ছুড়ে ফেলল গাড়ি চালক ও সহযাত্রীরা

By

Published : Dec 11, 2022, 9:37 AM IST

মান্ডভি (মহারাষ্ট্র), 11 ডিসেম্বর:চলন্ত গাড়ি থেকে দশ মাসের শিশুকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল গাড়ি চালক ও সহযাত্রীদের বিরুদ্ধে (Child Thrown out of Cab and Mother Molested) ৷ সঙ্গে ওই শিশুর মাকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে ঘটনাটি মহারাষ্ট্রের পালঘরে (Palghar) । যদিও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি ৷

জানা গিয়েছে, শনিবার সকালে শেয়ারে গাড়ি (ক্যাব) ভাড়া করে একরত্তি মেয়েকে নিয়ে যাচ্ছিলেন ওই মহিলা । গাড়িতে তাঁরা ছাড়াও ছিলেন অন্যান্য যাত্রী । অভিযোগ, মুম্বই-আমেদাবাদ হাইওয়ে দিয়ে গাড়িটি যাওয়ার সময় গাড়ির চালক ও সহযাত্রীরা মহিলাটিকে হেনস্থা করতে থাকে ৷ সেই ঘটনার প্রতিবাদ করলে তাঁর কোল থেকে দশ মাসের মেয়েকে ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেয় সহযাত্রী ও গাড়ির চালক ৷ রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির ৷

এমনকী এখানেই ক্ষান্ত হয়নি তারা ৷ এরপর গাড়ি থেকে ওই মহিলাকে ফেলে দেওয়া হয় ৷ আহত অবস্থায় হাসপাতালে ভরতি ওই মহিলা ৷ ওই মহিলা মান্ডভি (Mandvi) থানায় অভিযোগ করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তবে এখনও কেউ গ্রেফতার হয়নি ৷

আরও পড়ুন:পরীক্ষায় নকলের মিথ্যে অপবাদ, সইতে না-পেরে আত্মঘাতী ছাত্রী

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details