মান্ডভি (মহারাষ্ট্র), 11 ডিসেম্বর:চলন্ত গাড়ি থেকে দশ মাসের শিশুকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল গাড়ি চালক ও সহযাত্রীদের বিরুদ্ধে (Child Thrown out of Cab and Mother Molested) ৷ সঙ্গে ওই শিশুর মাকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে ঘটনাটি মহারাষ্ট্রের পালঘরে (Palghar) । যদিও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি ৷
জানা গিয়েছে, শনিবার সকালে শেয়ারে গাড়ি (ক্যাব) ভাড়া করে একরত্তি মেয়েকে নিয়ে যাচ্ছিলেন ওই মহিলা । গাড়িতে তাঁরা ছাড়াও ছিলেন অন্যান্য যাত্রী । অভিযোগ, মুম্বই-আমেদাবাদ হাইওয়ে দিয়ে গাড়িটি যাওয়ার সময় গাড়ির চালক ও সহযাত্রীরা মহিলাটিকে হেনস্থা করতে থাকে ৷ সেই ঘটনার প্রতিবাদ করলে তাঁর কোল থেকে দশ মাসের মেয়েকে ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেয় সহযাত্রী ও গাড়ির চালক ৷ রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির ৷