গাড়িভেমুলা (অন্ধ্রপ্রদেশ), 6 ফেব্রুয়ারি: রং নম্বর থেকে পরিচয়, তার পর প্রেম ৷ সেই প্রেমের টানে সুদূর সৌদি আরব (Saudi Arabia) থেকে ভারতে (India) ছুটে এসেছিলেন পাকিস্তানি নাগরিক (Pakistani Citizen) গুলজার খান ৷ তাও আবার অবৈধভাবে ৷ প্রেমিকে শেখ দৌলতবীকে বিয়েও করেন গুলজার ৷ বছয় নয়েক সংসারও করেন সুখে ৷ কিন্তু অপরাধকে কি আর চিরকাল ধামাচাপা দেওয়া যায় ! ফলে শেষপর্যন্ত পুলিশের হাতে ধরা পড়তেই হয় গুলজারকে ৷ আপাতত তিনি জেলবন্দি ৷ এর জেরে চরম বিপাকে পড়েছেন দৌলতবী ৷ সন্তানদের নিয়ে দিন গুজরানে চরম সমস্যার সম্মুখীন হতে তো হচ্ছেই ৷ পাশাপাশি স্বামীকে জেলের বাইরে আনতে দৌড়াতে হচ্ছে প্রশাসন থেকে আদালতের দুয়ারে ৷
শেখ দৌলতবী অন্ধ্রপ্রদেশের নন্দ্যালা জেলার গাড়িভেমুলা (Gadivemula) এলাকার বাসিন্দা ৷ সাত বছরের বিবাহিত জীবন পেরিয়ে স্বামীকে হারান তিনি ৷ একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে ফিরে আসেন বাপের বাড়িতে ৷ 2010 সাল নাগাদ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ হয় গুলজারের ৷ যদিও রং নম্বরে ফোন করেছিলেন গুলজার ৷ তার পর সময় যত এগিয়েছে ফোনে যোগাযোগ তত বাড়ে দু’জনের মধ্যে দৌলতবীর প্রেমে পড়েন গুলজার ৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা গুলজার তখন সৌদি আরবে থাকেন ৷ রংমিস্ত্রির কাজ করেন মধ্য প্রাচ্যে ৷
সেখান থেকেই তিনি 2010 সালের শেষ দিকে তিনি মুম্বই হয়ে গাড়িভেমুলায় পৌঁছান ৷ কিন্তু তিনি ভারতে প্রবেশ করেছিলেন অবৈধভাবে (Pakistani Man Entered India Illegally) ৷ 2011 সালের 25 জানুয়ারি তিনি দৌলতবীকে বিয়ে করেন ৷ তাঁরা তিনটি মেয়ে ও একটি ছেলে মা-বাবা ৷ ন’বছর তাঁরা সেখানেই ছিলেন ৷ এর পর সপরিবারে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করেন গুলজার ৷ আসল উদ্দেশ্য ছিল সেখান থেকে পরিবার নিয়ে পাকিস্তানে চলে যাওয়া ৷ সেই কারণে তিনি ওই এলাকা থেকে আধার কার্ডও তৈরি করান ৷