পুঞ্চ, 7 নভেম্বর : আবারও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কাঠুয়ায় লাইন অফ কন্ট্রোল (LOC) ও আন্তর্জাতিক সীমান্ত (IB) বরাবর গোলাবর্ষণ করে তারা ৷
সরকারি সূত্রে খবর, আজ রাত আড়াইটে নাগাদ পুঞ্চের মানকোট সেক্টরে LOC বরাবর মর্টার শেল ছোড়ে তারা ৷ পাশাপাশি হিরানগর সেক্টরে IB বরাবর গুলি চালায় ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷ ভোর চারটে নাগাদ দু'পক্ষের মধ্যে গোলাবর্ষণ বন্ধ হয়ে যায় ৷
অন্যদিকে, গতকাল 10টা নাগাদ পাকিস্তানি সেনা কারোল-কৃষ্ণ, সাতপাল, গুড়নাম সীমান্ত ফাঁড়িতে গুলি চালানো শুরু করে ৷ জবাব দেয় BSF ৷