চণ্ডীগড় (পঞ্জাব), 14 অগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা ৷ পঞ্জাবে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের গুলিতে নিহত হলেন একজন পাকিস্তানি অনুপ্রবেশকারী ৷ এমনটাই এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাঠানকোট জেলায় আন্তর্জাতিক সীমান্তে ৷ এক সেনা জওয়ান জানান, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পাঠানকোটের সিম্বল সাকোল গ্রামের কাছে রাত 12টা 30 মিনিট নাগাদ কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ।
সূত্রের খবর, প্রথমে ঘটনাস্থলে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা অনুপ্রবেশকারীকে থামতে বলেন । কিন্তু ওই অনুপ্রবেশকারী বারবার সতর্কতা উপেক্ষা করে সীমান্ত বরাবর অগ্রসর হতে থাকে ৷ এরপরেই জওয়ানরা সতর্ক হয়ে যান। অনুপ্রবেশকারীকে আটকাতে জওয়ানরা শেষমেষ গুলি চালাতে বাধ্য হন ৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই অনুপ্রবেশকারীর মৃত্যু হয় বলে জানিয়েছে বিএসএফ । বিএসএফের দাবি, জওয়ানদের আত্মরক্ষায় গুলি চালাতে হয় ৷ এর ফলেই অনুপ্রবেশকারীকে আটকানো সম্ভব হয়েছে ৷ 14 রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানা গিয়েছে ৷ সেই গুলিতেই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে ৷