পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Pakistani Intruder Shot Dead: আরিনা সেক্টরে খতম পাক অনুপ্রবেশকারী, গ্রেফতার আরও 1 - আরিনা সেক্টর

সাম্বা জেলার আরিনা সেক্টরে বিএসএফ(BSF)-এর গুলিতে খতম এক পাকিস্তানি অনুপ্রবেশকারী (Pakistani Intruder Shot Dead) ৷ রামগড় সেক্টরে সীমান্ত পেরতে গিয়ে গ্রেফতার আরও এক অনুপ্রবেশকারী ৷

Pakistani Intruder Shot Dead another Arrests in Samba District
Pakistani Intruder Shot Dead another Arrests in Samba District

By

Published : Nov 22, 2022, 9:42 AM IST

Updated : Nov 22, 2022, 10:14 AM IST

জম্মু, 22 নভেম্বর:কাশ্মীর উপত্যকায় 1 পাকিস্তানি অনুপ্রবেশকারীকে খতম করল বিএসএফ (Pakistani Intruder Shot Dead) ৷ আরেক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা ৷ বিএসএফ (BSF)-এর এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার মাঝরাতে দু’টি পৃথক ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার (Samba District) আরিনা সেক্টর ও রামগড় সেক্টরে ৷

তিনি সংবাদ সংস্থা পিটিআই-কে আরও জানান, আরিনা সেক্টর দিয়ে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী হিংসাত্মক ভঙ্গিতে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করছিল ৷ সেই সময় সীমান্তের মোতায়েন বিএসএফ জওয়ানরা ওই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ ওই অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করা থেকে নিষেধ করা হয়েছিল বলে জানান বিএসএফ এর মুখপাত্র ৷ কিন্তু, পাকিস্তানি অনুপ্রবেশকারী সেই নিষেধে কর্ণপাত করেনি ৷ ফলে জওয়ানরা গুলি করে তাকে মারেন ৷

বিএসএফ মুখপাত্র বলেন, ‘‘ওই অনুপ্রবেশকারীকে থামানোর চেষ্টা করা হয়েছিল ৷ কিন্তু, সে কোনও কিছুতেই দমতে রাজি ছিল না ৷ দ্বিতীয় কোনও উপায় খুঁজে না পেয়ে, বাহিনীর জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি চালায় ৷’’ তিনি আরও জানিয়েছেন, রামগড় সেক্টরে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ (Pakistani Intruder Arrested in Ramgarh Sector) ৷ সে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের দিকে কাঁটা তার পেরনোর চেষ্টা করছিল বলে জানিয়েছে বিএসএফ ৷

আরও পড়ুন:সন্ত্রাসবিরোধী অভিযানে খতম লস্করের 'হাইব্রিড জঙ্গি'

মুখপাত্র বলেন, ‘‘ওই অনুপ্রবেশকারী কাঁটা তারের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে গিয়েছিল ৷ সেই সময় বিএসএফ-এর জওয়ানরা তাকে গ্রেফতার করে ৷ তবে, ওই অনুপ্রবেশকারীর কাছ থেকে কোনও কিছু পাওয়া যায়নি ৷’’ তবে, রামগড় সেক্টর সীমান্তে, যেখান দিয়ে ওই অনুপ্রবেশকারী ঢুকেছিল, তার আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ৷

Last Updated : Nov 22, 2022, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details