বেঙ্গালুরু, 23 জানুয়ারি: অবৈধ পরিচয়ে এ দেশে থাকার অপরাধে গ্রেফতার এক পাকিস্তানি তরুণী (Pakistani girl) ৷ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ গ্রেফতার হওয়া পাকিস্তানি তরুণীর বয়স 19 বছর ৷ সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ভারতীয় স্বামীকে ৷ ভারতে অবৈধভাবে থাকার জন্য তিনি জাল পরিচয়পত্র বানিয়ে ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁর নাম ইকরা জীবনী (Iqra Jeevani) । কর্ণাটক পুলিশ সূত্রে এমনটাই খবর ৷
পুলিশ ইকরা জীবনীকে গ্রেফতার করে এফআরআরও কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে । পরে তাঁকে মহিলাদের হোমে পাঠানো হয় ৷ বেলান্দুর পুলিশ উত্তরপ্রদেশের 25 বছর বয়সি নিরাপত্তারক্ষী মুলায়ম সিং যাদবকেও গ্রেফতার করে ৷ যাকে পাকিস্তানি তরুণী বিয়ে করেছিলেন ৷ কয়েকমাস আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের যোগাযোগ হয় বলে জানা গিয়েছে । তরপরেই তাঁরা বিয়ে করেন ৷
পুলিশ জানিয়েছে, ভারত-নেপাল সীমান্ত হয়ে কাঠমাণ্ডু দিয়ে ইকরা এ দেশে প্রবেশ করেছিল । তদন্তে জানা গিয়েছে, মুলায়ম (Mulayam Singh Yadav) একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ইকরার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেয় । নিরাপত্তারক্ষী কয়েক মাস আগে তাঁকে নেপালে ডেকে নিয়েছিলেন ৷ যেখানে তাঁদের বিয়ে হয়েছিল । এই দম্পতি তারপর ভারতে এসে বিহারের বীরগঞ্জে পৌঁছন এবং সেখান থেকে পটনায় যান ।