জম্মু ও কাশ্মীর, 14 নভেম্বর: জম্মু ও কাশ্মীরের সাম্বায় রবিবার একটি পাকিস্তানি বেলুন দেখা গিয়েছে (Pakistani Balloon in Jammu and Kashmir) । গতকাল সাম্বা জেলার ঘাগওয়ালে (Ghagwal of Samba district) পাকিস্তানি পতাকার রঙে (Pakistani flag colours) 'বিএইচএন' লেখা একটি বিমানের মতো দেখতে বেলুন (aircraft-shaped balloon) পাওয়া গিয়েছে । পুলিশ বেলুনটিকে নিজেদের দখলে নিয়েছে বলে জানা গিয়েছে ।
প্রসঙ্গত, 9 নভেম্বর পাকিস্তান সীমান্তে একটি ড্রোন গুলি করে নামায় বিএসএফ (BSF)। ঘটনাটি ঘটে পঞ্জাবের ফিরোজপুর জেলায় । পাকিস্তানের দিক থেকে ড্রোনটি ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়েছিল বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছিল ৷ তবে এটাই এই প্রথম নয়, এর আগেও পাকিস্তানের দিক থেকে ভারতের সীমানায় ড্রোন ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। গত অক্টোবরের শুরুতেই এই ঘটনা ঘটে । তখন পঞ্জাবের অমৃতসরের চান্না গ্রামে পাকিস্তানের দিক থেকে একটি ঢুকে পড়ে । সেবারও রাতেই ঘটনাটি ঘটেছিল । তখনও ওই ড্রোন গুলি করে নামিয়েছিল বিএসএফ ।