চণ্ডীগড়, 5 ডিসেম্বর: মঙ্গলবার এক পাকিস্তানি মহিলা কলকাতার বাসিন্দাকে বিয়ে করতে ওয়াঘা-আটারি আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতে প্রবেশ করেছেন ৷ যার সঙ্গে এদেশের বাসিন্দার বিয়ে আগামী বছরের জানুয়ারিতে ঠিক হয়েছে ৷ করাচির বাসিন্দা জাভেরিয়া খানম অমৃতসর জেলার আটারি সীমান্ত থেকে ভারতীয় অংশে এসেছেন ৷ যেখানে তাঁকে তাঁর হবু স্বামী সমীর খান এবং তাঁর পরিবারের কিছু সদস্য রীতিমতো ঢাক-ঢোল বাজিয়ে স্বাগত জানান। তারপর অমৃতসর থেকে বিমানে কলকাতায় আসেন জাভেরিয়া ও শামীর ৷
আগের দুটি ভিসা খারিজ হওয়ার পর এবং কোভিড মহামারী প্রায় পাঁচ বছর ধরে তাদের পরিকল্পনা স্থগিত করার পরে খানমকে 45 দিনের ভিসা দেওয়া হয়েছে। আটারিতে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলাপচারিতায় এই দম্পতি জানান, আগামী বছরের জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তিনি বলেন, "আমাকে 45 দিনের ভিসা দেওয়া হয়েছে। এখানে এসে আমি খুব খুশি। শুধু আসার পর, আমি ইতিমধ্যেই এখানে অনেক ভালবাসা পাচ্ছি। জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের বিয়ে সম্পন্ন হবে ৷" এর আগে তিনি দুইবার ভিসা পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তৃতীয়বার তিনি ভিসা পেয়েছেন। তিনি বিয়ে করতে ভারতে যেতে পেরে তার আনন্দ প্রকাশ করে বলেন, "এটি অত্যন্ত খুশির খবর ৷ একটি সুখী জীবনের শুরু ৷" একই সঙ্গে তিনি যোগ করেছেন, “বাড়িতে ফিরে সবাই খুব খুশি ছিল। আমি বিশ্বাস করতে পারছি না যে আমি পাঁচ বছর পর ভিসা পেয়েছি ৷”